সুদীপ্তা চট্টোপাধ্যায় শিলিগুড়ি: রাজ্যের পর্যটনে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বহু পর্যটনকেন্দ্র সেজে উঠেছে নবরূপে। এবার শৈলশহর দার্জিলিংয়েও যোগ হল নতুন পালক। দীর্ঘ সাত বছর পর দার্জিলিংয়ে চালু হয়েছে প্যারা গ্লাইডিং। উত্তরমুখী পর্যটকদের জন্য যা বাড়তি খুশি নিয়ে এসেছে। এই প্যারাগ্লাইডিং চালুর ফলে দার্জিলিংয়ের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করছেন পর্যটন অধিকর্তারা। তার মধ্যেই ফের নতুন খুশির খবর নিয়ে এল জিটিএ ট্যুরিজম।
আরও পড়ুন-হিন্দু-মুসলিমের মিলনক্ষেত্র ভেলা ভাসান
প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষের দিকে উত্তরের পর্যটন নিয়ে উদ্যোগী রাজ্য। বিভিন্ন নিয়ম মেনেই এবং ট্রায়াল দ্বারাই এই প্যারাগ্লাইডিং নতুন ভাবে খুলে দেয় জিটিএ ট্যুরিজম। বিশ্ব পর্যটন দিবসের দিনই সরকারিভাবে থেকে রোহিণীতে প্যারাগ্লাইডিং এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালু হয়েছে। কিন্তু সেইদিন থেকে টানা বৃষ্টি চলায়, কার্যত কোনও পর্যটকই সেই সুবিধা ও আনন্দ নিতে পারেননি। এরপর নানান পরীক্ষা এবং ট্রায়ালের পর অবশেষে রবিবার থেকে রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের সঙ্গে জিটিএর যৌথ উদ্যোগে প্যারাগ্লাইডিং শুরু হল। পাশাপাশি মাউন্টেন বাইকিং, সাইক্লিংও চালু হয়েছে। জিটিএর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের আহ্বায়ক দাওয়া শেরপা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়েও প্যারাগ্লাইডিং পরিষেবা শুরু হচ্ছে। গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। পর্যটনের মরশুমে রোজই এই পরিষেবা চালু থাকছে। উল্লেখ্য, ২০১৮ সালে একটি দুর্ঘটনার পর প্যারাগ্লাইডিং বন্ধ হয়ে গিয়েছিল দার্জিলিংয়ে। এরপর ফের চালু হল। তবে এবার দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…