বিনোদন

পরম সুন্দরী

বলিউডে এক-এক সময় এক-একরকম হাওয়া বয়। ইদানীং সেখানে মৃদুমন্দ প্রেমের হাওয়া বইছে। অ্যাকশন, থ্রিলার, হরর, কমেডি ছেড়ে রোম্যান্টিক লাভ স্টোরির দিকে ঝুঁকেছেন বলিউডি নির্মাতা, নির্দেশকেরা আর সেই হাওয়ায় হাবুডুবু খাচ্ছেন দর্শকেরাও। রোম্যান্টিক মিউজিক্যাল লাভ স্টোরির কদর তাই বাড়ছে উত্তরোত্তর। অনেকদিন পর বা বলা যেতে অনেকগুলো বছর পরে সম্প্রতি সব রেকর্ড ব্রেক করেছে অহন পান্ডে এবং অনিত পাড্ডার ‘সাইয়ারা’ ছবিটি। কল্পনাতীত সাফল্য পেয়েছে এই ছবি। সেই ‘কয়ামত সে কয়ামত তক’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র যুগের কথা মনে করিয়ে দিয়েছে। যে ছবিগুলো তৈরি করেছিল এক-একটি মাইলফলক। সেই ‘সাইয়ারা’র রেশ ধরেই আবারও একটা রোম্যান্টিক লাভ স্টোরি মুক্তি পাচ্ছে আজ ২৯ অগাস্ট। পরিচালক তুষার জালোটার ছবি ‘পরম সুন্দরী’ (Param Sundari)। ছবির নামটা শুনেই মনে পড়েছিল সেই হেমা মালিনীর অভিনীত ‘ড্রিম গার্ল’ ছবির কথা। ওই ছবির নামভূমিকায় ছিলেন স্বয়ং হেমা। তখন থেকে তাঁকে গোটা দুনিয়া ড্রিম গার্ল বলেই ডাকতে পছন্দ করতেন। ‘পরম সুন্দরী’ কিন্তু তা নয়। জাহ্নবী সত্যি পরমাসুন্দরী হলেও আসলে এই ছবিটা উত্তর ভারতের ছেলে ‘পরম সচদেব’-এর সঙ্গে দক্ষিণ ভারতের মেয়ে ‘দেখপাট্টা সুন্দরী দামোদরম পিল্লাই’ সংক্ষেপে ‘সুন্দরী’র রোম্যান্টিক, মিষ্টি প্রেমের গল্প। পরিচালক উত্তর-দক্ষিণকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন এই ছবিতে। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর। সিদ্ধার্থ মালহোত্রার বলিউডে হাতেখড়ি হয়েছিল করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে। ওই ছবিতে ডেবিউ করেছিলেন আলিয়া ভাটও। সদ্য-সদ্য ফুটফুটে এক কন্যাসন্তানের বাবাও হয়েছেন সিদ্ধার্থ। এর মাঝেই তাঁর নতুন ছবি রিলিজ। এক সঙ্গে ডবল ধমাকা যাকে বলে। অন্যদিকে, শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের বলিউডে হাতেখড়ি হয় ‘ধড়ক’ ছবিটির মাধ্যমে। ছবিটি নাগরাজ মঞ্জুলের মারাঠি ভাষার ছবি ‘সৈরাট’-এর হিন্দি রিমেক। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি যার মধ্যে উল্লেখযোগ্য ‘গুঞ্জন সাক্সেনা দ্য’ কার্গিল গার্ল এবং দক্ষিণের সুপারস্টার এন টি আরের বিপরীতে ‘দেবারা’ ইত্যাদি। ‘পরম সুন্দরী’তে একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন সিদ্ধার্থ এবং জাহ্নবী।

আরও পড়ুন-শ্রমশ্রী অ্যাপ চালু, দু’দিনেই আবেদন ৩ হাজার ছাড়াল

চলতি মাসেই ‘পরম সুন্দরী’ ছবির ট্রেলার লঞ্চ হয়েছিল। তখন থেকেই সাড়া ফেলেছিল ছবিটি। রোম্যান্টিক অথচ ঘটনাবহুল, জমজমাটি প্রেমের গল্প ‘পরম সুন্দরী’ (Param Sundari)। উত্তর ভারতের পরম সচদেব কেরল বেড়াতে আসে। কেরলে এসে সে সেখানকার বাসিন্দা নৃত্যপটীয়সী সুন্দরীর বাড়িতে টুরিস্ট হিসাবে ওঠে। এরপর ধীরে ধীরে শুরু হয় তাদের প্রেমকাহিনি। প্রথমেই ছিল না— সেই প্রেম একটু একটু করে ঝগড়া, ঝামেলা, রাগ, জেদ, মান-অভিমানের শেষে প্রেম জমে ক্ষীর হয়। এই ছবিতে জাহ্নবীর চরিত্রটা কিছুটা তামিল এবং কিছুটা মালায়ালির মিশেল। তাঁর চরিত্র সম্পর্কে জাহ্নবী বলেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমি কোথাও একটা আমার শিকড়কে ছুঁতে পেরেছি। আমি বা আমার মা কেউ মালয়ালি নই তবে আমার মা শ্রীদেবী তামিল ছিলেন সেই হিসেবে দক্ষিণ ভারতের সংস্কৃতি আমার খুব কাছের। এই দক্ষিণী সংস্কৃতির অনেক কিছুই আমার পছন্দের এবং আগ্রহের ফলে এমন একটা চরিত্রে কাজ করতে পেরে খুব খুশি।’ এর সঙ্গে তিনি এ-ও বলেন, ‘মালয়ালম ছবির প্রতিও আমার বরাবর খুব ঝোঁক। মালয়ালম সিনেমার আমি খুব ভক্ত।’ ‘পরম সুন্দরী’ দুটো কালচারকে খুব সুচারুভাবে তুলে ধরবে। দুই সংস্কৃতির মধ্যেকার বিস্তর ফারাক, মানসিক দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্বের মাঝেই একটু একটু করে বেড়ে ওঠা দুই সম্পূর্ণ বিপরীতধর্মী মানুষের প্রেম কি শেষ পরিণতি পেল? এটা জানতেই যেতে হবে প্রেক্ষাগৃহে। এই ছবির জন্য সিদ্ধার্থ মালহোত্রা কালারিপায়াত্তু নামের এক বিশেষ মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন যা বেশ শ্রমসাধ্য এবং কষ্টসাধ্যও। সিদ্ধার্থ এবং জাহ্নবী ছাড়াও এই ছবিতে রয়েছেন সঞ্জয় কাপুর, সিদ্ধার্থ শঙ্কর, মনজোৎ সিং প্রমুখ। ছবির ‘পরদেশিয়া’ গানটি ইতিমধ্যেই সুপারহিট এবং ভীষণভাবে ভাইরাল। গানটি গেয়েছেন সোনু নিগম এবং কৃষ্ণকলি সাহা। ‘পরদেশিয়া’ হিট করতে না করতে আর একটি গান ‘ভিগি ভিগি শাড়ি’ও সুপারহিট হয়ে গেছে। সিদ্ধার্থ এবং জাহ্নবী কাপুরের কেমিস্ট্রি দেখবার মতো সেই গানে। দর্শক আজ মুখিয়ে ছবিটি দেখার জন্য। এই গানটির মাধ্যমে প্রায় একদশক পরে বলিউডে ফিরলেন গায়ক আদনান স্বামী তাঁর সঙ্গে গানে জুটি বেঁধেছেন শ্রেয়া ঘোষাল। গানগুলো লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর দিয়েছেন সচিন-জিগর জুটি। যদিও মুক্তির আগে থেকে অনেক বিতর্ক ছিল এই ছবি নিয়ে। ট্রেলারে দেখানো গির্জায় একটা রোম্যান্টিক দৃশ্য নিয়ে তীব্র আপত্তি তুলেছিল একাংশ। বলা হয়েছে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। গির্জার মতো উপাসনালয়ে এমন দৃশ্যের চিত্রায়ণ নাকি অবমানাকর। বিতর্ক যা-ই থাকুক না কেন আজ শুভমুক্তির ডঙ্কা বেজেই গেল। ম্যাডক ফিল্মসের ব্যানারে তৈরি ‘পরম সুন্দরী’র (Param Sundari) প্রযোজক দিনেশ ভিজন। ছবির চিত্রনাট্যকার অর্শ ভোরা, তুষার জালোটা এবং গল্প লিখেছেন গৌরব মিশ্র, অর্শ ভোরা এবং তুষার জালোটা। এই ছবির সবচেয়ে আলোচ্য, এর সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি করেছেন সান্থানা কৃষ্ণন রবিচন্দ্রন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

17 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

41 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

45 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

54 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

59 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago