মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) এর একাধিক প্রকল্পের মধ্যে এবার সফলতার মুখ দেখছে পাড়ায় সমাধান প্রকল্প। ইতিমধ্যেই ‘দুয়ারে সরকার’ মানুষের মন জয় করেছে। স্বাস্থ্যসাথী থেকে পাড়ায় সমাধান কিছুই বাদ নেই দুয়ারে সরকারে। বিভিন্ন দপ্তরের অফিস বিভিন্ন জায়গায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সব দপ্তরকে এক জায়গায় নিয়ে আসতে চালু করেন দুয়ারে সরকার।
আরও পড়ুন – বাজেটে সকলের জন্য খাদ্য প্রকল্প ঘোষণা করুক কেন্দ্র – রেশন দোকান সংগঠন
পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে মানুষ তাদের এলাকার সমস্যার কথা পৌঁছে দিতে পারছেন সরকারের কাছে। দীর্ঘ দিন দক্ষিণ হাওড়ার ৪১ নাম্বার ওয়ার্ডের আন্দুল ফাস্ট বাই লেনের মানুষ রাস্তার সমস্যার মধ্যে দিয়েই দিন কাটাচ্ছিলেন। অবশেষে এলাকাবাসীরা ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে তুলে ধরেন তাদের সমস্যার কথা। কয়েক মাসেই মিলল সমাধান।
শনিবার দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্ববজি মুখার্জী ও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরীর তত্ত্বাবধানে সেখানে কাঁচা মাটির রাস্তা পাকা হবার কাজ শুরু হয়। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি এলাকাবাসীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমূহ প্রশংসা করে এক এলাকাবাসী বলেন ” দিদি আমাদের উন্নয়নের প্রতীক, দিদি কে আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য। “