খোলা হাওয়ায় পাড়ায় শিক্ষালয়

Must read

প্রতিবেদন : করোনা আবহে দীর্ঘদিন ধরেই বন্ধ রাজ্যের স্কুলগুলি। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পাশে থাকতে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে চলতি মাসের সাত তারিখ থেকে ক্লাস সেভেন পর্যন্ত পড়ুয়াদের নিয়ে পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhaloy) চালু করার কথাও জানান তিনি। তাঁর ঘোষণার পরই পাড়ায় শিক্ষালয় চালু করার তোড়জোড় শুরু হয়েছে শহরজুড়ে।

আরও পড়ুন – বোলপুরে নবরূপে সাজল মালঞ্চ উদ্যান 

শহরের একাধিক জায়গায় শিক্ষালয় খোলার পরিকল্পনা করেছে প্রশাসন। আপাতত চলছে তারই প্রস্তুতি। মঙ্গলবার সকালে তেমনই এক ছবি ধরা পড়ল কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ক্যানাল ইস্ট রোডের ‘খোলা হাওয়া’ মুক্তমঞ্চে। আগামী সাত তারিখ থেকে এখানেই শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhaloy)। তার জন্য এখন জোরকদমে চলছে প্রস্তুতি। প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার সকালে গোটা হল স্যানিটাইজ করা হল। গোটা কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত। ওয়ার্ডের সরকারি স্কুলের শিক্ষক- শিক্ষিকারা রাজ্য সরকারের এই কর্মযজ্ঞকে সফল করতে এগিয়ে এসেছেন। শিক্ষালয়ের দায়িত্বে রয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক টিঙ্কু রজক। তাঁদের সঙ্গে কাঁধ মিলিয়েছেন চন্দনা দত্তের মতো আরও অনেক শিক্ষিকাও। সব মিলিয়ে এলাকার প্রায় বারোশোর মতো পড়ুয়াকে এখানে পড়ানোর পরিকল্পনা করেছেন তাঁরা। দুটি ভাগে চলবে পঠনপাঠন। প্রথম ভাগে থাকবে প্রাইমারি ক্লাসের পড়ুয়ারা, আর দ্বিতীয় ভাগে রাখা হবে ক্লাস ফাইভ থেকে সেভেনের পড়ুয়াদের। কোভিডবিধি মেনেই পড়ুয়াদের বসানোর পরিকল্পনা করা হয়েছে। তাই আপাতত ভাগ করেই চলবে ক্লাস।

‘‘প্রাথমিক ভাবে পড়ার থেকেও শিশুদের স্কুলমুখী করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।” বলছিলেন শিক্ষিকা চন্দনা দত্ত। শিক্ষক টিঙ্কু রজক বলছিলেন, আপাতত দেড়শোর মতো পড়ুয়াকে নিয়ে শুরু হবে শিক্ষালয়। পরে পড়ুয়াদের সংখ্যা বাড়লে ভেনু আরও বাড়ানো হবে। ১৩ নম্বর ওয়ার্ডেই আরও একটি ভেনু এরই মধ্যে তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

Latest article