প্রতিবেদন : করোনা সংক্রমণের ভয় এড়িয়ে মুক্ত পরিবেশে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের পাড়ায় শিক্ষালয় কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে। যদিও লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার এদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করায় পাড়ায় শিক্ষালয় দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হয়। পড়ুয়াদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হয়। পড়ুয়াদের ‘পাড়ায় শিক্ষালয়ে’ (Paray Sikkhaloy) রান্না করা খাবারও দেওয়া হবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছে। ফের দু’বছর পর স্কুলের মেজাজ ফিরে পাওয়ায় খুশি কচিকাঁচারা। কলকাতায় প্রথম দিনে সরকারি ও বেসরকারি স্কুল মিলিয়ে ৫০০’র বেশি পাড়ায় শিক্ষালয় শিবির আয়োজন করা হয়। শহরের বিভিন্ন পার্ক, খোলা মাঠ ও স্কুল চত্বরে বসে এই শিবির। তাতে উপস্থিত ছিল প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা। এদিন বেলার দিকে চেতলা অগ্রণীর মাঠে চেতলা বয়েজ স্কুলের ‘পাড়ায় শিক্ষালয়’ (Paray Sikkhaloy) কর্মসূচি দেখতে হাজির হন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে তিনি কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটান মেয়র। একই সঙ্গে এই কর্মসূচিতে রান্না করা মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থাও রাখা হয়েছিল। কলকাতায় যেসব ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির শিবির বসেছে, সেই সব শিবিরকে বেলুন, ফুল দিয়ে সাজানো হয়।