পিঠে পার্সেল, সাইকেলে সওয়ার দুই স্নাতক যুবতী

সংসারের হাল ধরতে শীত-গ্রীষ্ম-বর্ষায় সকাল থেকে সন্ধে পার্সেলের বোঝা পিঠে সাইকেল ঠেঙিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাচ্ছেন দুই আধুনিক রানার।

Must read

চন্দন মুখোপাধ্যায়, কাটোয়া: সংসারের অভাব ঘোচাতে কাটোয়ার দুই স্নাতক যুবতী নিয়েছেন ‘ডেলিভারি গার্ল’-এর চাকরি। ক্যুরিয়ারে আসা বিভিন্ন সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন অভিন্নহৃদয় বন্ধু পায়েল বালা ও পুতুল দে। কাটোয়ার দাঁইহাট শহরের পায়েল ও লাগোয়া পানুহাট বারুজীবীপল্লির পুতুল বিএ পাশ করেছেন। সংসারে এতটাই অভাব যে, কিছু একটা না করলেই নয়।

আরও পড়ুন-বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছিয়ে গেল একদিন, অনলাইন দাবিতে অনড় পড়ুয়ারা

ভদ্রগোছের কাজের সন্ধানে ঘুরতে ঘুরতেই ক্যুরিয়ারের পার্সেল ডেলিভারির কাজ পেয়ে গিয়েছেন পায়েল-পুতুল। আর ‘তাতে সংসারের অভাব বেশ খানিকটা দূর হয়েছে’, জানালেন রমণী বালা ও মিন্টু দে। দাঁইহাট শহরের রমণী ভ্যান চালান। যা রোজগার, নুন আনতে পান্তা ফুরোয়। তবু শরীর আর বইছে না। বাধ্য হয়েই মেয়ে পায়েলকে ডেলিভারি গার্লের কাজ করতে দিতে রাজি হয়েছেন। একই বক্তব্য পানুহাটের মিন্টুর। কলকাতার এক পোশাক তৈরির কারখানার শ্রমিক। সংসারের হাল দেখেই মেয়ে পুতুলকে কাজ করতে দিয়েছেন।

আরও পড়ুন-উদাসীন রেল, জলযন্ত্রণায় এবারেও যাত্রীরা

সাতসকালেই  পিঠে পার্সেলের বোঝা নিয়ে সাইকেলে চেপে ডিউটিতে বেরিয়ে পড়েন দুজনে। পায়েল-পুতুল সম্পর্কে সমাজমাধ্যমেও অজস্র প্রশংসাবাক্য ভেসে বেড়াচ্ছে। সংসারের হাল ধরতে শীত-গ্রীষ্ম-বর্ষায় সকাল থেকে সন্ধে পার্সেলের বোঝা পিঠে সাইকেল ঠেঙিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাচ্ছেন দুই আধুনিক রানার।

Latest article