বিশ্ব পরিবার দিবসে সংশোধনাগারে দেখা হল মা-বাবার সঙ্গে

এই সংশোধনাগারে বন্দিদের অনেকের যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গে। অবশেষে সেই ব্যবস্থা করলেন জেলা আইনি ও সংশোধনাগার কর্তৃপক্ষ।

Must read

সংবাদদাতা, আসানসোল : আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদ্যোগে গড়ে উঠল এক আবেগঘন মুহূর্ত। এই সংশোধনাগারে বন্দিদের অনেকের যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গে। অবশেষে সেই ব্যবস্থা করলেন জেলা আইনি ও সংশোধনাগার কর্তৃপক্ষ। শুক্রবার ৪ বিচারাধীন বন্দি ও এক সাজাপ্রাপ্ত বন্দির সঙ্গে দেখা হল তাদের নিকটাত্মীয়দের। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, পরিবারের সঙ্গে এদের দেখা করাতে শুক্রবার সংশোধনাগারে আসেন আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল ও জেলা আইনি কর্তৃপক্ষের তরফে আম্রপালি চক্রবর্তী, জেল সুপার চান্দ্রেয়ী হাইত-সহ অন্য আধিকারিকেরা।

আরও পড়ুন-বিরাট আবেগে আজ ফের আইপিএল শুরু, জিততেই হবে নাইটদের, তবে কাঁটা বৃষ্টির পূর্বাভাস

এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘আসানসোল জেলে কয়েকজন বন্দি আছেন যাঁদের অনেকদিন ধরে কোনও আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি। এর মধ্যে একটি বাচ্চা মেয়ের মায়ের সঙ্গে প্রায় চার সাড়ে চার বছর পর দেখা হল। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। সংশোধনাগারের সুপার চান্দ্রেয়ী হাইত বলেন, ‘জজ সাহেব, জেলা আইনি কর্তৃপক্ষের সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠানে পরিবারের সদস্যের সঙ্গে দেখা করা, মা-মেয়ের আবেগ না দেখলে বলে বোঝানো যাবে না।’ জেলা লিগ্যাল সার্ভিসের সচিব আম্রপালি চক্রবর্তী বলেন, ‘এতদিন পরে কিছুক্ষণের জন্য হলেও একজন মেয়ে তার মায়ের সঙ্গে, একজন বাবা তাঁর সন্তানের সঙ্গে দেখা করছেন, এই ব্যবস্থা করে দিতে পেরে ভাল লাগছে।’

Latest article