চিনা মাঞ্জার দায় নিতে হবে অভিভাবকদেরই

স্পষ্ট নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চের। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকারকে।

Must read

ভোপাল : নিষিদ্ধ চিনা মাঞ্জা দুর্ঘটনা বা মৃত্যুর কারণ হলে তার দায় বর্তাবে অপ্রাপ্তবয়স্কের বাবা-মায়ের উপরেই। নাবালক-নাবালিকা সন্তান চিনা মাঞ্জা ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বাবা-মায়ের বিরুদ্ধেই। স্পষ্ট নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চের। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকারকে।

আরও পড়ুন-খনিতে ধস নেমে মৃত ৩, আশঙ্কা আটকে একাধিক

সোমবার বিচারপতি বিজয়কুমার শুক্লা এবং বিচারপতি অলক অবস্থির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যদি কোনও অপ্রাপ্তবয়স্ককে বিপজ্জনক চিনা মাঞ্জার সুতো দিয়ে ঘুড়ি ওড়াতে দেখা যায় তবে অবশ্যই আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে অভিভাবকদের। শুধু তাই নয়, চিনা মাঞ্জা কেনাবেচার ক্ষেত্রেও একইরকম বিধিনিষেধ। হতে পারে কঠোর শাস্তি।

Latest article