প্রতিবেদন : বিজেপির প্ররোচনায় এবার নির্ভেজাল মিথ্যাচারের খেলায় নেমেছেন আরজি করের (RG Kar) নির্যাতিতার বাবা-মা। যে সিবিআইয়ে ভরসা নেই বলছেন সেই সিবিআইয়ের মালিক বিজেপির সঙ্গে নবান্ন অভিযানে শামিল হচ্ছেন তাঁরা। এদের প্রভাবে প্রভাবিত হয়ে দিল্লি থেকে কলকাতা দৌড়চ্ছেন। কিন্তু কী চাইছেন তাও স্পষ্ট নয়। কোনও প্রমাণ ছাড়াই প্রকাশ্যে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নামে কালি ছেটানোর খেলায় নেমেছেন মৃতা চিকিৎসকের বাবা। কোন তথ্যের ভিত্তিতে এই কুৎসা? পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষও।
সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন সিবিআই দফতরে। তারা জানিয়েছিল এই মামলা তারা ছেড়ে দেবে, দাবি মৃতা চিকিৎসকের বাবা-মায়ের। আর তাতেই ক্ষিপ্ত বাবা হঠাৎই সিবিআই-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে বসলেন। এতদিন যে সিবিআই-এর উপরই সর্বোচ্চ আস্থা দেখিয়েছিলেন সন্তানহারা বাবা-মা, আজ তিনিই অভিযোগ তুললেন, সিবিআই টাকা খেয়েছে! কুণাল ঘোষ গিয়ে সেটলমেন্ট করেছে সিজিওতে। সেখানেই পাল্টা কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন তথ্যে?
আরও পড়ুন-অ্যাগ্রি ফাউন্ড ডার্ক রেড পেঁয়াজ চাষ হবে রাজ্যে
কাদের কথায় নির্লজ্জ বাবা এই ধরনের বক্তব্য পেশ করছেন, তাও স্পষ্ট করে দেন কুণাল। তিনি বলেন, আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আমি আইনে লড়াই করছি, আর আমি যাব নির্যাতিতার মামলা ‘সেটল’ করতে? আর সিবিআই এসব করবে? সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। আপনার কাছে এর কী তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলেছে, প্রকাশ করুন। যা ইচ্ছে বলে যাবেন, সেটা চলবে না।