প্রতিবেদন : হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও কাউন্সিলর পাপিয়া ঘোষ। ভোট-পরবর্তী হিংসা মামলায় বুধবার সিবিআইয়ের (CBI) সাপ্লিমেন্টারি চার্জশিট অনুযায়ী তাঁদের নিম্ন আদালতে হাজিরার নির্দেশ পিছিয়ে দিল উচ্চ আদালত।
আরও পড়ুন-বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই, আরজিকর মামলায় সাফ জানাল সিবিআই
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সাফ নির্দেশ দেন, ১ আগস্ট পর্যন্ত এই মামলায় শুনানি মুলতবি থাকবে। হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালত সিবিআইয়ের এই মামলা শুনবে না। এই মামলা প্রসঙ্গে তৃণমূলের সাফ বক্তব্য, পুরোটাই বিজেপির সাজানো মিথ্যা্ অভিযোগ ও রাজনৈতিক উদ্দেশ্যসপ্রণোদিত। বিজেপিকে খুশি করতে সিবিআই ভোটের আগে এই চার্জশিট জমা দিয়েছে। বিধায়ক, মেয়র পারিষদ কিংবা কাউন্সিলর কেউই ঘটনাস্থল তো দূরের কথা, ঘটনার বিন্দুবিসর্গও আগে জানতেন না।