প্যারিসের ল্যুভর মিউজিয়ামে (Paris Louvre Museum) ডাকাতি। শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। মিউজিয়াম খোলার সময় চুরির ঘটনা সামনে আসে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় মিউজিয়াম। জানলা ভেঙে ল্যুভরের একটি ঘরে ঢুকে লক্ষ লক্ষ টাকার গয়না লুঠ করলেন দু’জন। ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন তৃতীয় ব্যক্তি। যে গয়নাগুলি চুরি গিয়েছে, তা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং সম্রাজ্ঞী জোসেফিনের।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিডা ডাটি জানিয়েছেন, “কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে এসেছি আমি। আমার সঙ্গে রয়েছেন জাদুঘরের কর্তৃপক্ষরা। পুলিশও পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে।” পুলিশের সূত্রে খবর, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। ওই অংশে থাকা একটি লিফটের সাহায্যেই ভিতরে প্রবেশ করেছেন অভিযুক্তেরা।
আরও পড়ুন-ভয়ঙ্কর অবস্থা! নো কিংস আন্দোলনে উত্তাল আমেরিকা, খোশ মেজাজে ট্রাম্প
এই জাদুঘরেই রয়েছে মোনালিসা ও ভেনাস ডে মিলোর জনপ্রিয় আঁকা ছবি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর এটি। প্রতিদিন বহু মানুষ যান সেখানে। ল্যুভর মিউজিয়ামে (Paris Louvre Museum) ডাকাতির খবরে উদ্বিগ্ন প্যারিসবাসী। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।
তবে আগেও একাধিকবার ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনা ঘটেছে। ১৯১১ সালে চুরি হয়ে গিয়েছিল মোনালিসা ছবিটিই। তোলপাড় পড়ে গিয়েছিল বিশ্বে। পরে সেই ছবি উদ্ধার করেন তদন্তকারীরা।