প্রতিবেদন : বাংলা এবং বাঙালির অপমানের প্রতিবাদে লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (parliament- Abhishek Banerjee) নেতৃত্বে সংসদ চত্বরে গর্জে উঠল তৃণমূল। তৃণমূল সাংসদদের সঙ্গে শুক্রবার বিক্ষোভে শামিল হলেন বিরোধী জোটের সাংসদরাও। বিজেপির ভাষা সন্ত্রাসের পাশাপাশি নিবিড় সংশোধনের নামে কমিশনের ভোটার তালিকায় কারচুপির প্রতিবাদেও সংসদ চত্বর বিক্ষোভে উত্তাল করে তোলে তৃণমূল-সহ বিরোধীরা। অভিষেকের নেতৃত্বে এদিনের বিক্ষোভ বিশেষ মাত্রা পায়।
আরও পড়ুন-নির্দেশ সত্ত্বেও মনরেগার টাকা দেয়নি কেন্দ্র, এটা আদালত অবমাননা: তোপ অভিষেকের
‘জয় হিন্দ জয় বাংলা’ লেখা ব্যাজ পরে বিক্ষোভে অংশ নেন অভিষেক এবং তৃণমূলের সাংসদরা। ব্যাজে শোভা পাচ্ছিল বাংলার মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি। অভিষেকের (parliament- Abhishek Banerjee) তোলা স্লোগানে গলা মেলান ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়রা। ‘ভোট চুরি বন্ধ কর’, ‘নির্বাচন কমিশন লজ্জা’, ‘মোদি সরকার হায় হায়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মকরদ্বারের সামনে সংসদ চত্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিনের আন্দোলন থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় মোদি সরকারকে, ভাষাসন্ত্রাস এবং এসআইআর-এর নামে বিজেপি-কমিশনের কারচুপি ও ভোটচুরির প্রশ্নে কোনও আপস নয়।
বিক্ষোভের পরে লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যান সংসদ ভবনে তৃণমূল কার্যালয়ে। সেখানে তাঁর হাতে গাছের চারা তুলে দিয়ে অভিবাদন জানান দলের সাংসদরা। চারা উপহার দেওয়া হয় দলের চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি লিডার শতাব্দী রায়কেও। এরপরে তৃণমূল সাংসদরা প্রবেশ
করেন লোকসভায়।