প্রতিবেদন: সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন (winter session) শুরু হচ্ছে ২৫ নভেম্বর। চলবে ২০ ডিসেম্বর। ২৬ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সংসদে। ৭৫ বছর আগে এদিনই সরকারিভাবে গৃহীত হয়েছিল সংবিধান।
আরও পড়ুন-মোদীরাজ্যে তৈরির আগেই ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, সুরক্ষার প্রশ্ন তুলে দেবাংশুর নিশানায় মোদী
সেই উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। মঙ্গলবার এক্স-হ্যান্ডেলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। এবারের অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল-সহ বিরোধীরা। এক দেশ- এক ভোট এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদির সরকারকে কোণঠাসা করতে প্রস্তুত বিরোধীরা। স্বাভাবিকভাবে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে মোদি এবং তাঁর দল বিজেপি।