নেপালি চা-র উপরে মোটা আমদানি শুল্ক বসানোর সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

ভারত সরকারের সঙ্গে নেপালের সাক্ষরিত চুক্তির ফলেই সেদেশ থেকে ভারতে প্রবেশ করা কোনও সামগ্রীর উপরে কোনও শুল্ক চাপানো হয় না৷

Must read

জি আই (GI) ট্যাগ সম্বলিত বাংলার বিশ্বখ্যাত দার্জিলিং চা-র মর্যাদা অক্ষুন্ন রাখতে খারাপ গুণমান সম্পন্ন নেপালি চাকে ভারতে প্রবেশ করতে দেওয়া যাবে না৷ এই পদক্ষেপ গ্রহণ সম্ভব না হলে নেপালি চা-র উপরে বসাতে হবে মোটা আমদানি শুল্ক৷ ভারত সরকারের কাছে এমনই সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি৷ তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন এই কমিটির সুপারিশ ইতিমধ্যেই সংসদে জমা পড়ে গিয়েছে৷

আরও পড়ুন-তুমুল ঝড়ে রাজ্য সড়কে গাছ পড়ে ব্যহত যান চলাচল, সীমান্তে ডিউটি চলাকালীন বাজ পড়ে মৃত বিএসএফ জওয়ান

ভারত সরকারের সঙ্গে নেপালের সাক্ষরিত চুক্তির ফলেই সেদেশ থেকে ভারতে প্রবেশ করা কোনও সামগ্রীর উপরে কোনও শুল্ক চাপানো হয় না৷ এর সুযোগ নিয়ে খারাপ গুণমান সম্পন্ন নেপালি চা ভারতে প্রবেশ করছে৷ দার্জিলিং চা-র নাম যুক্ত মোড়কে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে খারাপ নেপালি চা বিক্রি হচ্ছে ৷ সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন দার্জিলিং চা-র উত্‍পাদনকারীরাও৷ কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা সুপারিশে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি যে অবিলম্বে এই খারাপ নেপালি চা বিক্রি বন্ধ করতে হবে, তার উপরে মোটা আমদানি শুল্ক চাপাতে হবে৷

আরও পড়ুন-অমানবিক! পিরিয়ড হওয়ার ফলে ক্লাসের বাইরে বসে বিজ্ঞান পরীক্ষা ছাত্রীর

বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির তরফে মোদি সরকারের কাছে আরও একটি সুপারিশ করে দাবি জানানো হয়েছে, দেশের সর্বত্র খাদ্য সামগ্রীর প্যাকেজিং-য়ে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হোক৷ ১৯৮৭ সালে রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ‘ম্যান্ডেটেরি ফুড প্যাকেজিং মেটেরিয়াল’ আইন তৈরি করেছিলেন৷ সেই আইন অনুযায়ী সব খাদ্য সামগ্রী এবং চিনি পাটের ব্যাগেই প্যাকেজিং হবে৷ বিগত কয়েক বছরে এই নীতি মানছেন না মোদি সরকার৷ এখন সব খাদ্য সামগ্রী এবং চিনি পাটের ব্যাগে প্যাকেজিং হচ্ছে না, পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ৷ মোদি সরকারের এই জনবিরোধী নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার ৪০ লক্ষ পাট চাষী ও ৩ লক্ষ পাট শিল্প কর্মী৷ এর বিরুদ্ধেই সোচ্চার হয়েছে তৃণমূল সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি৷ দেশের নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি৷

আরও পড়ুন-”অবস্থান নিন আপনারা” মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ প্রসঙ্গে কুণাল ঘোষের নিশানায় চাকরিপ্রার্থীরা

সংসদীয় স্থায়ী কমিটি অত্যাবশ্যক ওষুধের দাম কমানোর জন্যও সোচ্চার হয়েছে ৷ যেভাবে লাগাতার দাম বাড়ছে ওষুধের, সেদিকে লক্ষ্য রেখে প্রাণদায়ী এবং অত্যাবশ্যক ওষুধের দাম অবিলম্বে কমানোর ব্যবস্থা করুক মোদি সরকার, দাবি তুলেছে সংসদীয় কমিটি৷ চর্মশিল্পে কিভাবে দেশের অগ্রগতি হবে, তার রূপরেখা তুলে ধরতে গিয়ে পশ্চিমবঙ্গের চর্মশিল্পের প্রগতির কথাও প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি৷ এই ক্ষেত্রে প্রশংসিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘সিঙ্গল উইনডো’ নীতিও৷

Latest article