কেন্দ্রের কড়া সমালোচনা সংসদীয় স্থায়ী কমিটির

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : একশো দিনের কাজ (100 days of work scheme) বা মনরেগায় বাজেট বরাদ্দ নিয়ে বারবার সরব হয়েছেন বাংলা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদরা। এবার একশো দিনের কাজের (100 days of work scheme) বাজেট বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করল সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার লোকসভায় পেশ হওয়া রিপোর্টে স্থায়ী কমিটির তরফে জানতে চাওয়া হয়েছে, মনরেগা প্রকল্পে বরাদ্দ কমানোর কারণ।

সংসদীয় কমিটি বাজেট বরাদ্দ সংক্রান্ত রিপোর্টে উল্লেখ করেছে, ২০২২-২৩ অর্থবর্ষে মনরেগা প্রকল্পে সংশোধিত বরাদ্দের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেট বরাদ্দ ২৯,৪০০ কোটি টাকা কম করা হয়েছে। কমিটির বক্তব্য, কাজ করতে ইচ্ছুক গ্রামাঞ্চলের গরিব মানুষ এই প্রকল্পে কাজ করে আর্থিক সুরাহা পান। যাঁদের রোজগারের অন্য কোনও বিকল্প নেই। গরিব মানুষের স্বার্থ জড়িত আছে এমন প্রকল্পে বরাদ্দ কমানোর কারণ কী? রিপোর্টে পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবর্ষে মনরেগার বাজেট বরাদ্দ থেকে সংশোধিত বরাদ্দ যথাক্রমে ৬১.৫০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১,১১,৫০০ কোটি টাকা এবং ৭৩,০০০ কোটি টাকা থেকে ৯৯,১১৭.৫৩ কোটি টাকা। কমিটি জানিয়েছে, এমনকী, ২০২২-২৩ অর্থবর্ষেও মনরেগায় বাজেট বরাদ্দ ছিল ৭৩,০০০ কোটি টাকা এবং সংশোধিত বরাদ্দ পৌঁছয় ৮৯,৪০০ কোটি টাকায়। স্থায়ী কমিটি বলেছে, এই প্রকল্পের জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ছিল ৯৮,০০০ কোটি টাকা। অথচ বাজেটে বরাদ্দ করা হয়েছে মাত্র ৬০,০০০ কোটি টাকা। বরাদ্দ এত কাটছাঁট করার কী যুক্তি, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি।

আরও পড়ুন:অপহরণ করে খুন করতে চাইছে পুলিশ : ইমরান

বাংলার তরফ থেকে বারবার অভিযোগ জানানো হয়েছে, মজুরি এবং সরঞ্জাম বাবদ বিপুল পরিমাণ বকেয়া নিয়েও। একই অভিযোগ করেছে সংসদীয় স্থায়ী কমিটিও। কমিটির উল্লেখ্য, ২০২৩-এর ২৫ জানুয়ারির হিসেবে মজুরি বাবদ ৬,২৩১ কোটি টাকা এবং সরঞ্জাম বাবদ ৭,৬১৬ কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের তরফে। এর ফলে প্রকল্প বাস্তবায়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরঞ্জাম বাবদ এই বিপুল পরিমাণ বকেয়া নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরকে সংসদীয় কমিটির সুপারিশ, দ্রুত এবং সময়ের মধ্যে এই বকেয়া মেটাতে হবে। মনরেগায় কাজে হাজিরার জন্য মোবাইল অ্যাপসের যে ব্যবস্থা করা হয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেটের অপ্রতুলতা এবং গ্রামের প্রান্তিক গরিব মানুষের পক্ষে মোবাইল অ্যাপসের ভাষা সংক্রান্ত সমস্যা। ফলে মোবাইল অ্যাপসের মাধ্যমে হাজিরা চালু করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলি পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ সাজেদা আহমেদ লোকসভার জিরো আওয়ারে মনরেগায় রাজ্যের বকেয়া নিয়ে প্রশ্ন করেন। অতি দ্রুত রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য তিনি দাবি করেন।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago