বাঘাযতীনে হেলে পড়ল বহুতল, ভাঙল একাংশ

Must read

প্রতিবেদন : গার্ডেনরিচের পর এবার বাঘাযতীন। ভেঙে পড়ল বহুতল আবাসন। মঙ্গলবার দুপুরে বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনির একটি চারতলা আবাসনের নিচের তলাটি ভেঙে চুরমার হয়ে যায়। তার জেরে গোটা আবাসনটিই একদিকে হেলে পড়ে। বাড়িতে বর্তমানে কেউ থাকত না বলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। পৌঁছেছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ও স্থানীয় ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর। ১০-১২ বছরের পুরনো ফ্ল্যাটটিতে কিছুদিন আগেই ফাটল দেখা দেওয়ায় প্রোমোটারকে খবর দেওয়া হয়। প্রোমোটার এসে সমস্ত আবাসিককে অন্যত্র সরিয়ে বাড়ি মেরামতির কাজ শুরু করেছিলেন। মঙ্গলবার সেই কাজ চলাকালীনই ভেঙে পড়ে আবাসনের একতলা। বাড়িটি অবৈধভাবে তৈরি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। কাজ বন্ধ রাখতে বলেছিলাম।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নজরদারিতে মন্ত্রীদের তত্ত্বাবধানে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের মকরস্নান

Latest article