বুধবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত (North East Frontier) রেলের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আপ লাইনের একটা অংশ উড়ে যায়। এদিন রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, IED বিস্ফোরণ হয়েছে। নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার সকাল ৫.২৫ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড
সূত্রের খবর বিস্ফোরণের পরেই আরপিএফ, জিআরপি ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রেলের তরফে ঘটনার বিশদে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও এই বিস্ফোরণ নিয়ে কোনও বক্তব্য করা হয় নি। বিস্ফোরণের জেরে দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্বের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। আশেপাশের স্টেশনগুলিতে বেশ কয়েকটি ট্রেন থামানো হয় যার ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরেই রেল বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখে তদন্ত শুরু করে। এই হামলার পেছনে কে কারা ছিল সেই নিয়ে কর্মকর্তারা এখনও নিশ্চিত হতে পারেননি, তবে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন-ডিজিটাল বিপণনে বিপ্লব বিশ্ববাংলার
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) এক আধিকারিক নিশ্চিত করেছেন যে ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ রেলওয়ে স্টেশনগুলোতে টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা মধ্যরাতের একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। আওয়াজে আশেপাশের বাড়িগুলি রীতিমত কেঁপে ওঠে। প্রথমে ট্রান্সফরমার বিস্ফোরণ মনে হলেও পরে জানতে পারেন এটি রেললাইনে বিস্ফোরণ।