হার বুঝে অর্জুনের নির্দেশে খুন : পার্থ

Must read

প্রতিবেদন : উপনির্বাচনেও হার যে স্রেফ সময়ের অপেক্ষা তা বুঝে গিয়েছে বিজেপি। রাজনৈতিকভাবে হেরে গিয়ে বিজেপি তাই খুনের রাজনীতির পথেই হাঁটল। ভাটপাড়ায় চায়ের দোকানে গুলি করে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে খুনের ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংয়ের দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha bhowmik)।
অর্জুনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha bhowmik) বলেন, নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলাকালীনই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে খুন করল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। এতেই প্রমাণিত অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। রাজনীতিতে আর কূল-কিনারা পাচ্ছেন না তিনি। তাই ভাড়াটে গুন্ডা দিয়ে ভোটের দিন নির্মমভাবে খুন করানো হল তৃণমূল নেতাকে। ভোটে নিশ্চিত হার জেনেই শান্ত বারাকপুরকে অশান্ত করার চেষ্টা করছে। খুন, গুলি, বোমাবাজি করে নৈহাটিতে ভয়ের পরিবেশ করে জিততে চাইছে বিজেপি। মানুষ এর যোগ্য জবাব দেবে। যোগ্য জবাব দেবে ভোট বাক্সেই। পার্থ বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশকে আমরা অনুরোধ করেছি, তৃণমূল নেতা খুনে যারা যারা যুক্ত, অবিলম্বে তাদের গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
নৈহাটিতে ভোটগ্রহণের মাঝে ভাটপাড়ায় গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক সাউ। এদিন সকালে ভাটপাড়ার পালঘাট রোডের এক চায়ের দোকানে তিনি বসেছিলেন। তাঁকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা পায়ে হেঁটে ধীরে সুস্থে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অশোককে লক্ষ্য করে গুলি করে। তারপর বোমাবাজি করতে করতে তারা পালিয়ে যায়। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে ভোটের কোনও যোগ নেই।

আরও পড়ুন- ইচ্ছা হলেই আদালতে চলে আসবেন? গদ্দারকে কড়া নির্দেশ বিচারপতির

Latest article