সিবিআইয়ের নিস্ক্রিয়তা নিয়ে সরব পার্থ ভৌমিক

Must read

সংবাদদাতা, বারাকপুর: ২৪ দিন পেরিয়ে গিয়েছে। অথচ আরজি করের পড়ুয়া চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের তদন্তে সিবিআই কেন নিস্ক্রিয়? এক ভিডিও বার্তায় এবার এই প্রশ্ন তুললেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এই মামলার শুনানিতে শুক্রবার শিয়ালদহ কোটে সিবিআইয়ের আইনজীবীর দেরিতে পৌঁছানোর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ মমলায় সিবিআইয়ের আইনজীবীর এই আচরণ বাংলার মানুষ ভালোভাবে দেখছে না।আরজি কর-কাণ্ডের পরপরই কলকাতা পুলিশ সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করেছিল। তারপর আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। অথচ তাদের তদন্তের গতিপ্রকৃতি অত্যন্ত শ্লথ। সিবিআইয়ের এই নিস্ক্রিয়তা নিয়ে কেন বিজেপি ও সিপিএম মুখ খুলছে না, প্রশ্ন তোলেন তিনি। বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক কারণে বিজেপি মুখ খুলতে পারছে না এটা হতেই পারে। কিন্তু সিপিএম কেন কেন সোচ্চার হচ্ছে না? আমাদের আবেদন, আমাদের এক ডাক্তার বোনের নৃশংস খুনিদের দ্রুত শাস্তির দাবিতে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে বিজেপি ও সিপিএম এই দাবি তুলুক। আর আমরা বলছি, সিবিআই নিস্ক্রিয়তা ছেড়ে, তদন্তে গতি আনুক। ঘটনার পর ৫৭০ ঘন্টা কেটে গিয়েছে। আপনারা মানুষকে জানান তদন্ত কতদুর এগিয়েছে। আমরা চাই, দোষীদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক সিবিআই। সেই সঙ্গে সিবিআইকে উদ্দেশ্য করে পার্থ ভৌমিক বলেন, আপনারা ধর্ষণ ও খুনের ঘটনাকে কম গুরুত্ব দিচ্ছেন। আপনারা দুর্নীতির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলার মানুষ ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছেন। আপনাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সতর্ক করে দেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।

আরও পড়ুন: নিমেষেই ধ্বংস হবে শত্রু! পরীক্ষায় সফল অগ্নি-৪

Latest article