প্রতিবেদন : ২৪ ঘণ্টা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। সেটা যে শুধু কথার কথা ছিল না তা প্রমাণ দিলেন পার্থ ভৌমিক। গদ্দারকে মানহানি মামলার নোটিশ পাঠালেন বারাকপুরের তৃণমূল প্রার্থী। পাহাড়ের শিক্ষক-নিয়োগ মামলায় অহেতুক তাঁর নাম জুড়ে মিথ্যাচার করছেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার গদ্দারকে এই নিয়ে আইনি নোটিশ পাঠালেন বারাকপুরের প্রার্থী।
আরও পড়ুন-পাঁচিল ভেঙে ২ শ্রমিকের মৃত্যু, আহত ১
এক্স হ্যান্ডেলে সেই চিঠির কপি পোস্ট করে তিনি লিখেছেন, আমার সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা যা যা মিথ্যা ও অপপ্রচার করছে, আমি তার বিরুদ্ধে আজ তাঁকে আমার আইনজীবী মারফত আইনি নোটিশ পাঠালাম। পাহাড়ের শিক্ষক-নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু গদ্দার অধিকারী ভোটের প্রচারে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিথ্যা কথার ফুলঝুরি ফুটিয়েছেন। অকারণেই ওই মামলার সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের নাম জুড়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে গদ্দার। এই নিয়ে বুধবারই পার্থ বলেন, আমার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ভোটের মুখে পরিকল্পনা করে অপপ্রচার চালাচ্ছে গদ্দার অধিকারী। পাশাপাশি তিনি এই নিয়ে আইনি পথে পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই হুঁশিয়ারি অনুযায়ী গদ্দারকে মানহানির নোটিশ পাঠালেন পার্থ ভৌমিক। বুধবার সাংবাদিকদের সামনে মন্ত্রী সম্পর্কে গদ্দার অধিকারীর ভুয়ো, বিদ্বেষমূলক ও মানহানিকর অভিযোগের বিরুদ্ধেই এই নোটিশ পাঠানো হয়েছে।