সংবাদদাতা, বারাসত : জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে প্রশাসনের সঙ্গে এবার উদ্যোগ নিলেন সাংসদ নিজে। আগামী সোমবারই অনিচ্ছুক জমিদাতাদের সঙ্গে আলোচনায় বসবেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বৈঠকে থাকবেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান-সহ এলাকার জনপ্রতিনিধিরা। ৩৪ নম্বর (বর্তমানে ১২ নম্বর জাতীয় সড়ক) জাতীয় সড়কের সন্তোষপুর থেকে বড় জাগুলিয়ার গাদামারা হাট পর্যন্ত সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। সমস্যা মিটিয়ে যাতে দ্রুত কাজ শুরু করা যায়, তা নিয়েই বৃহস্পতিবার বারাসতে জেলাশাসকের দফতরে একটি বৈঠক হয়।
আরও পড়ুন-মিলল না জামিন, জেলেই চিন্ময়কৃষ্ণ
জেলাশাসক শরদকুমার দ্বিবেদী ছাড়াও ছিলেন বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রফিকুর রহমান, এডিএম (এলআর) শামিউল আলম-সহ বিভিন্ন দফতরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধানরা। বৈঠক শেষে সাংসদ জানান, জাতীয় সড়ক সম্প্রসারণের বিষয়ে প্রশাসন উদ্যোগ নিয়েছে। সামান্য কিছু জায়গায় সমস্যা হচ্ছে। বারাকপুরের সাংসদ হিসেবে আমি ও স্থানীয় বিধায়ক প্রশাসনের এই উদ্যোগকে সার্থক করার জন্য চেষ্টা করছি। কিছু মানুষ সম্প্রসারণের কাজে বাধা দিচ্ছেন এবং বেশকিছু আইনি জটিলতায় আটকে আছে। মানুষের স্বার্থে জাতীয় সড়কের সম্প্রসারণের লক্ষ্যে আগামী সোমবার এলাকায় গিয়ে পরিদর্শন করে অনিচ্ছুক ব্যক্তিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করব। বিধায়ক রফিকুর রহমান বলেন, এলাকার কিছু বিরোধী রাজনৈতিক দলের মানুষ চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করতে দিচ্ছে না। আমাদের সাংসদ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে কাজ শুরু করায় উদ্যোগী হয়েছেন। এলাকার অধিকাংশ মানুষই চাইছেন রাস্তার সম্প্রসারণ হোক। তাই সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।