প্রতিবেদন : কলকাতা লিগের মধ্যেই আকস্মিক প্রয়াণ পাঠচক্রের কোচ পার্থ সেনের (partha sen)। তাঁর কোচিংয়ে দুরন্ত ছন্দে ছিল পাঠচক্র। বৃহস্পতিবার সকালে অনুশীলনে আসার জন্য তৈরি হচ্ছিলেন। তখনই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পার্থ সেনের (partha sen)। বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। কলকাতা লিগে ৭ ম্যাচে পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে আপাতত চতুর্থ স্থানে পাঠচক্র। সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এদিন কোচের মর্মান্তিক মৃত্যুর খবরে ময়দানে শোকের ছায়া। ১২ অগাস্ট শেষ ম্যাচে ডাগ আউটে বসেছিলেন পার্থ। জুনিয়রদের নিয়ে কাজ করতে পছন্দ করতেন। প্রচারের আড়ালে থাকতেন। ইউনাইটেড স্পোর্টসের ইউথ ডেভেলপমেন্ট টিমের দায়িত্বেও ছিলেন।