প্রয়াত টলিউড অভিনেতা পার্থসারথি দেব (Parthasarathi Deb)। গত ৪২ দিন ধরে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শেষ হল লড়াই। রাতেই আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) অভিনেতার মৃত্যুর খবর জানান। আজ দুপুর ১২ টায় টেকনিশিয়ান স্টুডিওতে পার্থসারথির দেহ নিয়ে যাওয়া হবে। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর সিওপিডিতে আক্রান্ত হওয়ার পাশাপাশি ফুসফুসের সমস্যা বেড়ে যায় পার্থসারথির। বছর তিনেক আগে করোনাতে আক্রান্ত হয়ে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপর আবার আগের মতোই কাজ করে গিয়েছেন। কিন্তু এবার অবস্থা গুরুতর হয়েছিল। তাই আর শেষরক্ষা হল না। গত ৪০ বছর ধরে একনাগাড়ে মঞ্চ-সিনেমা-সিরিয়ালে কাজ করেছেন পার্থসারথি (Parthasarathi Deb)। ২০০ টিরও বেশি সিনেমাতে কাজ করেছেন। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। বিবাহবিচ্ছেদের পর থেকে নিজের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অভিনেতা। বেশ কিছু সিনেমার কাজ অসমাপ্ত রেখেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা।
আরও পড়ুন- দানবিক আইন! আর কত প্রাণ কাড়বে সিএএ, প্রশ্ন তৃণমূলের