দলের সব সাংসদের আগামী ২৭ জানুয়ারি বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক হবে ভার্চুয়ালি। কালীঘাটের বাড়ি থেকেই দলীয় সাংসদেূর সঙ্গে কথা বলবেন নেত্রী৷ ৩১ জানুয়ারি সংসদের অধিবেশন শুরু হচ্ছে। তার আগে সংসদের ভিতরে এই মুহূর্তে জাতীয় স্তরের কোন কোন ইস্যু নিয়ে সাংসদরা সরব হবেন তার নির্দেশিকা দেবেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)।
আরও পড়ুন – রাজ্য স্বাস্থ্যদফতরের নতুন নির্দেশিকা, প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন মা অথবা স্বামী
কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কালা কানুন আমলানীতি নিয়ে প্রত্যেকটি বিরোধী রাজ্য ক্ষুব্ধ। এব্যাপারে পরপর প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কালা কানুন কেন্দ্রীয় সরকার আনতে চাইছেন সে নিয়ে সংসদের বাইরে ও ভিতরে প্রতিবাদে সামিল হবেন তৃণমূল সাংসদরা।
এছাড়াও অন্যান্য যে ইস্যুও রয়েছে। পাঁচ রাজ্যে নির্বাচন দোরগোড়ায়। বাংলা ছাড়িয়ে অন্য রাজ্যেও ক্ষমতা দখলে নামছে তৃণমূল কংগ্রেস। ভোটে অধিকাংশ রাজ্যে হারার সম্ভাবনায় কেন্দ্রের বিজেপি সরকার এখন জনদরদি সাজার চেষ্টা করছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের মতো এবারও সাংসদদের পেপটক দেবেন।