দলের কর্মীদের প্রতি সহানুভূতি প্রতিফলিত হল সংবেদনশীল জননেত্রীর আক্ষেপে। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে মেয়র নির্বাচন উপলক্ষে আয়োজিত বৈঠককে কেন্দ্র করে সাধারণ কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল লক্ষণীয়। কিন্তু সীমিত পরিধিতে জায়গা দেওয়া সম্ভব হয়নি তাঁদের। মহারাষ্ট্র নিবাস হলের বাইরেই ভিড় জমিয়েছিলেন তৃণমূল স্তরের উৎসাহী কর্মী-সমর্থকরা। কিন্তু তাঁরা ভেতরে ঢুকতে পারেননি বলে আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর কথাতেই। বললেন, কর্মীরাই দলের সম্পদ। দলের জন্য লড়াই করেন তাঁরা। অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকতে পারলে ভাল লাগত। তবে তাঁদের নিয়ে খুব শীঘ্রই নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) একটি সভার আয়োজন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-এখনই নির্দল কাউন্সিলরদের দলে নিতে চান না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো