প্রতিবেদন : ফের অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল প্রথা (Pass-fail system)। আবার ডিগবাজি খেল কেন্দ্র। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি তারা প্রত্যাহার করে নিল। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হবে, তবেই প্রোমোশন মিলবে। না পারলে সুযোগ আর একবার। পরীক্ষায় পাশ-ফেল (Pass-fail system) সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় শিক্ষাসচিব জানিয়ে দিলেন, পড়াশোনার মানোন্নয়নের জন্য পাশ-ফেল প্রথা ফেরানো হচ্ছে। পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। সুযোগ দেওয়া হবে ফের পরীক্ষায় বসার।