গুরুদোংমার যাওয়ার ছাড়পত্র সিকিমের

শতাধিক পর্যটক সেই সময়ে সেখানে আটকে পড়েছিলেন । রাস্তা আংশিক মেরামত করে প্রশাসনের উদ্যোগে পর্যটকদের কোনক্রমে ফেরত পাঠানো হয়।

Must read

২০ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছিল গুরুদোংমার (Gurudongmar lake) যাওয়ার রাস্তা। শীতের মরশুমে সিকিম সরকার আবার পর্যটকদের জন্য সেই রাস্তা খুলে দিল । পর্যটকদের যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া শুরু করেছে সিকিমের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ দফতর। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১০০ ফুট উঁচুতে অবস্থিত গুরুদোংমার হ্রদ সিকিমের অন্যতম আকর্ষণ। শীতের মরসুমে ইতিমধ্যেই পর্যটকদের ভিড় বাড়ছে সিকিমে। বড়দিন এবং বর্ষবরণের মাঝে ছুটির সময়ে প্রচুর পর্যটক সিকিমের পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। তাঁদের জন্য সিকিম সরকার এবার গুরুদোংমারের দিকে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে।

আরও পড়ুন-অবশেষে বন দফতরের হাতে বাঘিনি জ়িনত

গুরুদোংমার হ্রদে পর্যটকদের ঘুরতে যাওয়ার জন্য একটাই রাস্তা রয়েছে। গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ৮ হাজার ৮০০ ফুট উঁচুতে ছোট্ট পাহাড়ি গ্রাম লাচেন। এই লাচেন হয়ে পর্যটকদের গুরুদোংমারে যেতে হয়। লাচেন থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে গুরুদোংমার হ্রদ। রাস্তায় ধস নামার ফলে ২০ ডিসেম্বর লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। শতাধিক পর্যটক সেই সময়ে সেখানে আটকে পড়েছিলেন । রাস্তা আংশিক মেরামত করে প্রশাসনের উদ্যোগে পর্যটকদের কোনক্রমে ফেরত পাঠানো হয়। গত শুক্রবার থেকে সিকিম সরকার পর্যটকদের জন্য লাচেন যাওয়ার ছাড়পত্র দিতে শুরু করেছে। লাচেন থেকে গুরুদোংমার যাওয়ার জন্য আলাদা করে কোনও ছাড়পত্রের যদিও প্রয়োজন হয় না।

Latest article