যোগীরাজ্যে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত সাত, আহত কমপক্ষে ২৫

আজ, রবিবার সকালে উসরাহার এলাকায় লখনউ-আগরা সড়কে (Lucknow Agra road) একটি গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়।

Must read

আজ, রবিবার সকালে উসরাহার এলাকায় লখনউ-আগরা সড়কে (Lucknow Agra road) একটি গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। যাত্রী-সহ বাসটি নিমেষেই খাদে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, রবিবার যাত্রিবাহী বাসটি রায়বরেলী থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ভুল লেন থেকে আসা একটি গাড়ির সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরেই বাসটি যাত্রী-সহ রাস্তার পাশে প্রায় ২০ ফুট গভীর খাদে ছিটকে যায়। ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে। একজনকে শনাক্ত করা গিয়েছে। তাঁর নাম এম প্রকাশ তিওয়ারি। বয়স ৫০। তিনি লখিমপুরের বাসিন্দা।

আরও পড়ুন-ভোপালে ধর্মীয় অনুষ্ঠানে বাড়ির দেওয়াল ভেঙে মৃত ৯ শিশু

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির একই পরিবারের তিন সদস্যের। মৃতদের নাম মনু (২৫), তাঁর মা চন্দা দেবী এবং প্রদ্যুম্ন (২৪)। সূত্রের খবর, গাড়ি করে তারা রাজস্থান থেকে কনৌজের তালগ্রামে ফিরছিলেন। পুলিশের তরফে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সারা রাত গাড়ি চালিয়ে চালক ক্লান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ভুল লেনে ঢুকে পড়েন। তবে দোষ ছিল বাসচালকেরও। বাসের এক যাত্রী জানান বাস চালানোর সময় চালক মোবাইলে ব্যস্ত ছিলেন। যাত্রীদের বারণে কর্ণপাত করেন নি তিনি। ইতিমধ্যেই দুর্ঘটনা নিয়ে বিশদে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Latest article