সংবাদদাতা, আলিপুরদুয়ার : হড়পা বানে মাঝনদীতে আটকে গেল যাত্রীবাহী বাস! বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। বুধবার সকালে ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের ফলে ফের একবার হড়পা বান আসে বাঙড়ি নদীতে। আর এদিন আচমকা আসা সেই হড়পা বানে নদীর প্রায় মাঝামাঝিতে আটকে পড়ে একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে মাদারিহাটে জামতলা এলাকায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছেন টোটোপাড়া থেকে মাদারিহাটগামী ওই বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচেন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাদারিহাট থানার পুলিশ।
আরও পড়ুন-লুধিয়ানায় আটক চাঁচলের ৬ শ্রমিক, পরিবারের পাশে প্রশাসন
যাত্রীরা সময়মতো বিপদের আঁচ পেয়ে বাস থেকে নেমে নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কারও কোনও ক্ষতি হয়নি। নদীর জল কমলে, দুপুর দেড়টা নাগাদ ক্রেন ও পে-লোডার দিয়ে নদীতে আটকে পড়া বাসটি তোলা হয়। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, বাস নদীতে আটকে পড়লে, সময়মতো যাত্রীরা বেরিয়ে আসায় কোনও দুর্ঘটনা ঘটেনি। পরে বাসটিকে নদী থেকে তোলা হয়েছে।