জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত ১

সূত্রের খবর, নাগরোটা থেকে মানওয়ালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে বাসটি।

Must read

আজ, রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) নাগরোটা এলাকায়। সূত্রের খবর, নাগরোটা থেকে মানওয়ালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে বাসটি। বাতাল মোড় এলাকায় এরকম একটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।

আরও পড়ুন-ভয়ানক ঘটনা, মুম্বইয়ের একই রানওয়েতে উঠছে ও নামছে প্লেন

জানা গিয়েছে, দুর্ঘটনাটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে খুব দ্রুত উদ্ধারকাজ শুরু করে। এই ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গুরুতর আহত হয়েছেন ১২জন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও বাস চালককে ধরা গিয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায় নি।

আরও পড়ুন-‘দায়িত্বশীল হন’, সংযমী হওয়ার উপদেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, মে মাসের শেষেই পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গভীর খাদে গড়িয়ে যায় যাত্রীবাহী বাস। মৃতের সংখ্যা ছিল কমপক্ষে ২১ জন। আহত ৪৭। আখনুর এলাকায় হাইওয়েতে টান্ডা মোরের কাছে দুর্ঘটনাটি ঘটেছিল। উত্তরপ্রদেশের হাথরস থেকে আসছিল বাসটি। আহতদের উদ্ধার করে আখনুর হাসপাতাল ভর্তি করা হয়েছিল।

Latest article