বঙ্গ

নিজের কাছে বোমা আছে দাবি করে কলকাতা বিমানবন্দরে আটক যাত্রী

ইন্ডিগো (Indigo) 6E5227 কলকাতা থেকে মুম্বইগামী বিমান সিকিউরিটি চেক চলাকালীন লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। কিছুক্ষণ বাদেই ছাড়বে বিমানের। হঠাৎ শুরু হয়ে গেল বোমাতঙ্ক। ইম্ফলের এক বাসিন্দা মঙ্গলবার দুপুরে বিমান ছাড়ার প্রস্তুতি চলাকালীন বলে ওঠেন তার কাছে বোমা আছে। এরপরই সতর্ক হয়ে যায় সকলে। ২৬ বছরের ওই যাত্রীকে আটক করা হয়েছে। কেন তিনি এই ধরনের কথা বলেছিলেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের লাগেজ পরীক্ষা করা হয়েছে। বিমানটিকে ভাল করে তল্লাশি চালানো হয়।

ওই যাত্রীর নাম রেগাল চোংথাম। তিনি ইন্ডিগোর এক সিকিউরিটি অফিসারকে হিন্দিতে বলেছিলেন ‘মেরা পাস বোম হ্যায়।’ দুপুর দেড়টার সময় 6E 5227 মুম্বইগামী বিমান উড়ে যাওয়ার কথা কিন্তু এই ধরনের প্রশ্নের জেরে কিছুটা সময় নেয় সুরক্ষা বাহিনী। বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মনে করা হচ্ছে রসিকতা করেই ওই যাত্রী বোমার কথা বলেছিলেন। কিন্তু বাহিনী এসে আটক করে ওই যাত্রীকে। চলে আসে বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি। এই পরিস্থিতিকে স্পেসিফিক বলে উল্লেখ করা হয়। আলাদা জায়গায় নিয়ে বিমানটিকে নিয়ে তল্লাশি করা হয়। এরপর স্নিফার ডগ দিয়ে ওই যাত্রীর লাগেজ পরীক্ষা করা হয়।

যদিও শেষ পর্যন্ত ওই যাত্রীর লাগেজে সন্দেহজনক কিছু পাওয়া যায় নি। তবে তাকে জেরা করা হয়। নিয়ম অনুযায়ী রসিকতা করেও বিমানবন্দরে বোমা সংক্রান্ত কোনও মন্তব্য করা যায় না। কেউ যদি এটা করে তার বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। স্টেপ ল্যাডার পয়েন্ট চেক পয়েন্টে ওই যাত্রী বোম শব্দটি উল্লেখ করেছিলেন। তারপরই শোরগোল পড়ে যায় গোটা বিমানবন্দর চত্বর জুড়েই। এসওপি মেনে শুরু হয়ে যায় চরম সতর্কতা। বর্তমান পরিস্থিতিতে এহেন একটি ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Jago Bangla

Recent Posts

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 minute ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

10 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

15 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

24 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago