রেল অবরোধে ক্ষুব্ধ যাত্রীরা

রেলের খামখেয়ালি সিদ্ধান্তের জেরে নিত্যযাত্রীদের ক্ষোভ অব্যাহত। বুধবারের পর বৃহস্পতিবারও ফের ট্রেন (Train) অবরোধ করলেন নিত্যযাত্রীরা

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : রেলের খামখেয়ালি সিদ্ধান্তের জেরে নিত্যযাত্রীদের ক্ষোভ অব্যাহত। বুধবারের পর বৃহস্পতিবারও ফের ট্রেন (Train) অবরোধ করলেন নিত্যযাত্রীরা। এদিন সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের উত্তর রাধানগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। ট্রেনের সংখ্যা বাড়ানো ও সাধারণ যাত্রীদের জন্য কামরা বাড়ানোর দাবিতে এদিন রেললাইন আটকে বিক্ষোভ শুরু করেন কয়েকশো যাত্রী।

আরও পড়ুন-শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে দিঘায়, জগন্নাথ মন্দিরে বৈঠক অরূপের

বুধবার দক্ষিণ ২৪ পরগনারই দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধ করেন কয়েকশো যাত্রী। এর জেরে সকাল থেকে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে। সকাল সাড়ে সাতটা থেকে রেল লাইনের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো যাত্রী। অবরোধের জেরে ওই শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও রেলের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন তাঁরা।

Latest article