বিদেশ থেকে আসা যাত্রীদের এতদিন করোনাজনিত যে সমস্ত নিয়ম মেনে চলতে হত সেক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে ফিরলে এখন আর ৭ দিন কোয়ারেন্টাইনে (quarantine) থাকা বাধ্যতামূলক নয়। তবে বিদেশ থেকে ফেরার পর ১৪ দিন নিজের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। যদি কারও শরীরে কোনও উপসর্গ দেখা দেয় তাহলে তাকে সেলফ কোয়ারেন্টাইনে (quarantine) থাকতে হবে। নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানানো হলেও কেন্দ্র জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি এ ব্যাপারে তারা বিস্তারিত নির্দেশিকার কথা জানাবে। একইসঙ্গে এদিন ইঙ্গিত মিলেছে নতুন নিয়ম অনুযায়ী বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে যাত্রীদের করোনা রিপোর্ট ‘এয়ার সুবিধা’ পোর্টালে আপলোড করতে হবে। তবে কেউ যদি রিপোর্টের পরিবর্তে টিকা নেওয়ার শংসাপত্রের ছবি আপলোড করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে।