নয়াদিল্লি : যাত্রী পরিষেবার বেলায় অষ্টরম্ভা, সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাও শিকেয় উঠেছে, তবু আমজনতার ঘাড়ে খরচের বোঝা বাড়িয়েই চলেছে রেল। এবারে নির্ধারিত সীমার বিন্দুমাত্র বেশি লাগেজ থাকলেই অতিরিক্ত টাকা গুণতে হবে যাত্রীদের। দিতে হবে অতিরিক্ত চার্জ (Indian Railways luggage charges)। সংসদে লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় তিনি জানিয়েছেন, যাত্রীরা মনে করলে ফ্রি অ্যালাওয়্যান্সের বেশি লাগেজ নিতেই পারেন, কিন্তু সেটাও অবশ্যই শ্রেণিভিত্তিক সর্বোচ্চ সীমার মধ্যে হতে হবে। তবে যাত্রীকে তার জন্য দিতে হবে দেড়গুণ অতিরিক্ত চার্জ (Indian Railways luggage charges)। ট্রাঙ্ক,স্যুটকেস বা বাক্সের মাপও সুনির্দিষ্ট করে দিচ্ছে রেল। তার বেশি হলেই সেই লাগেজ আর রাখা যাবে না যাত্রী কামরায়। স্বাভাবিকভাবে রেলের এই একতরফা সিদ্ধান্তকে ঘিরে উঠেছে প্রশ্ন। এর যৌক্তিকতা নিয়েও দেখা দিয়েছে গভীর সংশয়।

