কোন নোটিস ছাড়াই রবিবার সকাল থেকে বন্ধ টিকিট কাউন্টার (Ticket counter)। না জেনে তারকেশ্বর রেল স্টেশনে এসে ভোগান্তির শিকার বহু মানুষ। সকাল সকাল ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছেন অনেকেই। অনেকেই রবিবারের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কলকাতায় চিকিৎসার জন্য অনেকেই যাবেন হাওড়া। ব্যবসার ক্ষেত্রে যাওয়া আসা থেকেই। সকলেই এদিন স্টেশনে এসে দেখছেন বাতিল রয়েছে প্রচুর ট্রেন। গতকাল রাত থেকে এদিন সকাল ১১ টা পযন্ত হাওড়া তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধের কথা জানানো হয়েছে পূর্ব রেল তরফে। সিঙ্গুর নসিবপুর এবং দিয়ারা নসিবপুর স্টেশনের মাঝে দু’টি রেল ব্রিজ পুনর্নিমানের কাজ চলবে। এর জেরেই হওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখার একাধিক ট্রেন বন্ধ।
আরও পড়ুন-এমবাপের সমান বেতন চান ভিনি, বেলিংহ্যামও ওসাসুনার সঙ্গে ড্র করে চাপে রিয়াল
রেল সূত্রে খবর, তারকেশ্বর হাওড়া ডাউন লাইনে ভোর ৩:৫০ থেকে সকাল ১১:১৫ এবং হাওড়া তারকেশ্বর আপ লাইনে ভোর ৪:০৫ থেকে সকাল ৯:০৫ পযন্ত মোট ২৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ৮ টার পর যাত্রীদের আবার টিকিট দেওয়া শুরু হয়। যাত্রীদের অভিযোগ টিকিট কাউন্টার থেকে তাদের বলা হচ্ছে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার প্রথম ট্রেন ছাড়বে ৯:৩২ নাগাদ। স্বাভাবিকভাবেই পরপর ট্রেন বাতিল থাকলে বাড়বে ভিড়ের মাত্রা। এর ফলে অনেককেই অন্যত্র ব্যবসা করতে হয়েছে। রেলের প্রতিদিনের এই সমস্যার ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। তবে রেল সাধারণের কথা না ভেবেই যেকোন ঘটনাতেই নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।