৫ দিন বন্ধ থাকছে ‘পাসপোর্ট সেবা পোর্টাল’

কেন্দ্রীয় সরকারের তরফে খবর এই সময়সীমার মধ্যে ‘পাসপোর্ট সেবা পোর্টাল’-এর মাধ্যমে কোন রকম নতুন অ্যাপয়েন্টমেন্ট বুক করা হবে না।

Must read

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ’-এর ফলে ৫ দিন বন্ধ থাকছে ‘পাসপোর্ট সেবা পোর্টাল’ (Passport Seva Portal)। কেন্দ্রীয় সরকারের তরফে খবর এই সময়সীমার মধ্যে ‘পাসপোর্ট সেবা পোর্টাল’-এর মাধ্যমে কোন রকম নতুন অ্যাপয়েন্টমেন্ট বুক করা হবে না। ৩০ আগস্টের আগে থেকে যে সকল অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল, সেগুলির ক্ষেত্রে নতুন সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালটিতে বলা হয়েছে, ‘পাসপোর্ট সেবা পোর্টালে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য ২৯ অগাস্ট, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ২ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য পরিষেবা বন্ধ থাকবে। ৩০ অগাস্ট যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলির জন্য খুব দ্রুত নতুন সময় পাসপোর্টের আবেদনকারীকে জানানো হবে।’

আরও পড়ুন-মোদী রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯, জারি রেড অ্যালার্ট

এই পাঁচ দিন বিদেশ মন্ত্রক, ব্যুরো অফ ইমিগ্রেশন, রিজিওনাল পাসপোর্ট অফিস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ইন্ডিয়া সিকিওরিটি প্রেস, এবং পুলিশ পাসপোর্ট সেবা পোর্টাল থেকে পরিষেবা পাবেন না। বিদেশ মন্ত্রকের তরফে খবর, মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত পোর্টালগুলিকে রক্ষণাবেক্ষণের কাজের ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা করা হয় যাতে জনসাধারণ সমস্যার সম্মুখীন না হন। সাধারণ মানুষের কথা ভেবেই অ্যাপয়েন্টমেন্টগুলির নতুন সময় নির্ধারণ করা হচ্ছে।

Latest article