সংবাদদাতা, পটাশপুর : গত কয়েকদিনের প্রবল বর্ষণে পটাশপুরের তালছিটকিনির কাছে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি। নামল এনডিআরএফ টিম। ইতিমধ্যেই বাগুই নদীর জলে প্লাবিত পটাশপুর ১ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম। পটাশপুর পুরোপুরি জলমগ্ন। ঘরছাড়া অন্তত তিন হাজার পরিবার। তৎপর প্রশাসন তাঁদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে।
আরও পড়ুন :জ্বর নিয়ে অযথা আতঙ্ক নয়, স্বাস্থ্যভ mone. Hawaবন থেকে উত্তরবঙ্গে ৫ সদস্যের দল
মথুরার বারোচৌকা বেসিনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এই রাস্তায় রয়েছে একটি লকগেট। সেটি না তোলার জন্য বৃহস্পতিবার রাতভর গ্রামবাসীরা আবেদন জানান। দাবি, লকগেট খুললে ৩০টি মৌজা ভেসে যাবে। শুক্রবার সকাল থেকে হাজার হাজার মানুষকে কাছাকাছি ত্রাণশিবিরে আশ্রয় দেওয়ার কাজ চলছে। নৈপুরে জলভাসি বহু মানুষ। বিধায়ক উত্তম বারিক স্পিডবোটে জলমগ্ন এলাকা ঘুরে দেখেন। প্রশাসন জানিয়েছে, প্রায় ৮০ হাজার মানুষকে সরানো হয়েছে পটাশপুর, ভগবানপুর-সহ বিস্তীর্ণ এলাকা থেকে। ত্রাণ, উদ্ধারকাজ ও নদীবাঁধ মেরামতের আবেদন জানিয়ে মৎস্যমন্ত্রী অখিল গিরি ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে মেল-বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দিনভর পটাশপুর ১ ব্লকে বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, বিধায়ক উত্তম বারিক এবং বিডিও।