পৌলমীকে চাকরির আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

বৃহস্পতিবার পৌলমীকে ডেকে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মহিলা ফুটবলারকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

Must read

প্রতিবেদন : হাঁটুর চোট বিশ্বের বিভিন্ন দেশে খেলা পৌলমী অধিকারীর স্বপ্ন চুরমার করে দিয়েছে কয়েক বছর আগে। পরে ফুটবল মাঠে ফেরার চেষ্টা করলেও সাংসারিক অনটন বাধা হয়ে দাঁড়ায়। ভারতীয় দলে খেলা বঙ্গতনয়ার জীবন সংগ্রামের কাহিনি পৌঁছে গিয়েছে সকলের কাছে। পৌলমীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন-অসুস্থকে কপ্টারে আনা হল কলকাতায়, সাগরে বর্ণাঢ্য গঙ্গা-আরতি

বৃহস্পতিবার পৌলমীকে ডেকে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মহিলা ফুটবলারকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘‘পৌলমীর পাশে আছে রাজ্য সরকার। ও যেন একটা চাকরি পায়, সেই চেষ্টা করছি আমরা। প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছি। আধিকারিকরা আনুষঙ্গিক সমস্ত বিষয়ের দিকে নজর রাখছেন। নিয়ম মেনেই পৌলমীর জন্য দ্রুত একটা চাকরির ব্যবস্থা করা হবে।’’ তবে পৌলমী জানিয়েছেন, তিনি খেলাটাও চালিয়ে যেতে চান। বলেছেন, ‘‘চাকরি করার পাশাপাশি খেলাটা চালিয়ে যেতে পারলে খুশি হব। আবার জাতীয় দলের হয়ে খেলতে চাই।’’

আরও পড়ুন-কেতুগ্রামে গুলিতে খুন তৃণমূলকর্মী

শৈশবে মাকে হারানো পৌলমী অভাবের তাড়নায় জোম্যাটোর ডেলিভারি পার্সন হিসেবে খাবার বিলির পেশা বেছে নেন। বাবার দেখভালের দায়িত্ব তাঁর কাঁধেই। ২০১৬ সালে ভারতের হয়ে খেলেছেন ‘হোমলেস বিশ্বকাপে’। তার আগে ২০১৩-তে অনূর্ধ্ব ১৬ জাতীয় দলের বাংলা থেকে ট্রায়াল দিয়েছিলেন।

Latest article