রাজ্যের উদ্যোগে পেভার্স ব্লকের রাস্তা চা-বাগান এলাকায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। প্রত্যন্ত এলাকাতেও চলছে উন্নয়নমূলক কাজ।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। প্রত্যন্ত এলাকাতেও চলছে উন্নয়নমূলক কাজ। মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে সোমবার ডামডিম চা-বাগানের নর্থগ্রান্ট ডিভিশন থেকে চা-বাগানের কারখানা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস করা হয়।

আরও পড়ুন-ভাঙন-রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র, পরিদর্শনে গিয়ে তোপ মানসের

২.৮০ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হতে যাওয়া এই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীলকুমার প্রসাদ, জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা মাহালি টার্কি, ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজিতা টেটে, চাবাগানের ডেপুটি ম্যানেজার অরবিন্দ রায়-সহ অন্যরা। মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীলকুমার প্রসাদ জানান, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তার। অবশেষে সেই আশা পূরণ হচ্ছে। ঝাঁ-চকচকে এই রাস্তার তিন মিটার প্রস্থ থাকবে। আগামী ছয় মাসের মধ্যেই কাজ শেষ হবে। এই রাস্তা সম্পূর্ণ হলে শ্রমিকদের যাতায়াতের পক্ষে সুবিধাজনক হবে। এদিনের অনুষ্ঠানে চা-বাগানের শ্রমিকরাও উপস্থিত ছিলেন। নতুন রাস্তা পেয়ে তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

Latest article