প্রতিবেদন : লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে শোকজ্ঞাপন করেছে গোটা দেশের মানুষ। এবার কিন্নরকণ্ঠীকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করবে কলকাতা বইমেলা কর্তৃপক্ষ। করোনা কাঁটাকে সরিয়ে চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে বইমেলা। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে কলকাতা বইমেলা। সেখানে থাকবে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) নামাঙ্কিত বিশেষ প্যাভিলিয়ন। বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবারের বইমেলায় বিশেষ শ্রদ্ধা জানানো হবে ভারতরত্ন লতা মঙ্গেশকরকে। এই বিষয়ে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই বইমেলায় একটি বিশেষ প্যাভিলিয়ন করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১৬ জন স্বনামধন্য… দিলীপ কুমার, লতা মঙ্গেশকররা তো রয়েছেনই, এছাড়া আমাদের বুদ্ধদেব গুহ, বিরজু মহারাজ… বাদ কেউ নেই। শঙ্খ ঘোষ চলে গিয়েছেন। এই পুরো একটা মৃত্যু মিছিল গত দেড় বছর ধরে রয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আমরা একটি প্যাভেলিয়ন করছি।” করোনার জন্য গতবছরে অনুষ্ঠিত হয়নি কলকাতা বইমেলা, তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো হবে এবারের বইমেলায়।