২ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে এল বাংলায় বিজেপির তরফে প্রার্থী কাদের করা হচ্ছে। ২০ আসনের প্রার্থী তালিকা এদিন বঙ্গ বিজেপি (BJP) প্রকাশ করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিজেপির তরফে বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিং টিকিট পেয়েছেন। তিনি নাকি আসানসোল (Asansol) থেকে লড়তে চলেছেন। নারীবিদ্বেষী হিসেবে বেশ দুর্নাম আছে এই ভোজপুরি গায়কের। শুধু তাই নয়, এদিন তাঁর নাম প্রার্থী তালিকায় দেখে অনেকেই সংশয় প্রকাশ করেন। এই নিয়ে এদিন মুখ খুলেছেন অনেকেই। বিজেপির অন্দরেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের তরফে বাবুল সুপ্রিয় নিজের এক্স হ্যান্ডেলে সরব হন।
আরও পড়ুন-লখিমপুর খেরিতে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে নিয়ে ক্ষোভপ্রকাশ কৃষকদের
বাংলার নির্বাচনী প্রার্থী তালিকায় বিহারী একজনের নাম দেখে বাংলা পক্ষও মাঠে নেমে পড়েছে। পবন সিংয়ের গান এবং মহিলাদের অবমাননা কেউ মেনে নিতে পারে নি। অনেকেই সেই সব গানের নাম স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন। এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবুল সুপ্রিয় কতগুলো ছবি পোস্ট করে লেখেন, ‘আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি একেবারে বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না তার জ্বলন্ত উদাহরণ।’
আরও পড়ুন-‘ক্রিকেট দেখছিলেন দুই চালক’, অন্ধ্রের ট্রেন দুর্ঘটনায় বিবৃতি রেলমন্ত্রীর
হঠাৎ করেই এমতাবস্থায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পবন সিং লেখেন, ‘আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না…’ তাঁর এই পোস্টের পরেই ময়দানে নেমে গিয়েছে বিরোধীরা। বাংলায় যে বহিরাগতদের কেউ কখনও মেনে নেয়নি সেই কথা আরও একবার প্রমাণিত হয়ে গেল। বাংলার মানুষের শক্তির কাছে ভোটের আগেই একপ্রকার পরিজয় স্বীকার করছে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-বিধানসভা থেকে গদ্দারকে বহিষ্কারের দাবি শিখ সমাজের
তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজের এক্স হ্যান্ডেলে পবন সিংয়ের পোস্ট উল্লেখ করে লেখেন, ‘পশ্চিমবঙ্গের জনগণের অদম্য শক্তি প্রমাণিত।’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…