জাতীয়

মোদি সরকারের রোষানলে দেশের গর্ব সেই পায়েল

প্রতিবেদন : প্রতিবাদ আন্দোলনে অংশ নেওয়ার জন্য কেড়ে নেওয়া হয়েছিল তাঁর বৃত্তি, চার্জশিটে নাম দেওয়া হয়েছিল তাঁর। পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সেই পায়েল কাবাডিয়াই আজ উজ্জ্বল করলেন দেশের মুখ। কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স জিতলেন পায়েল। আর তাঁর এই কৃতিত্বকে স্বীকৃতি দিতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ ২৬ জুন পুণের একটি আদালতে হাজিরা দিতে হবে দেশের গর্ব পায়েলকে। তবে তিনি একা নন, সঙ্গে আছে আরও ৩৪ জন। ২০১৫ সালে অভিনেতা-রাজনীতিবিদ গজেন্দ্র চৌহানকে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) সভাপতি হিসাবে নিয়োগের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছিলেন পায়েল ও তাঁর সহপাঠীরা। সেই প্রতিবাদের জন্যই ইনস্টিটিউট কর্তৃপক্ষ পুলিশের কাছে ৩৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই মামলা এখনও চলছে।

আরও পড়ুন-কণ্ঠস্বর বদলে শ্লীলতাহানি ছাত্রীদের

কিন্তু শনিবার পায়েল কাপাডিয়া গ্র্যান্ড প্রিক্স জেতার পরে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া— পায়েল কাপাডিয়ার কাজ ‍‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’- এর জন্য এবং তার স্বীকৃতি হিসেবে ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রিক্স জেতার ঐতিহাসিক কৃতিত্বের জন্য ভারত গর্বিত। লক্ষণীয়, পায়েল, ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত এফটিআইআই-এর চলচ্চিত্র পরিচালনার ছাত্রী ছিলেন। একজন ছাত্রী হিসাবে, তিনি বিতর্কিত ব্যক্তিত্বকে ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসাবে নিয়োগের বিরুদ্ধে ঐতিহাসিক চার মাসের প্রতিবাদ আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা গজেন্দ্র চৌহানকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রতিবাদ দমনে ইনস্টিটিউটের ভেতরে পুলিশ ডাকে কর্তৃপক্ষ। পরিস্থিতি আরও খারাপ হয়। মধ্যরাতের ক্র্যাকডাউনে পাঁচজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল এবং পায়েল কাপাডিয়া-সহ মোট ৩৫ জন পড়ুয়ার চার্জশিটে নাম দেওয়া হয়েছিল। প্রখ্যাত শিল্পী নলিনী মালানির কন্যা কাপাডিয়া শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হয়েছিলেন, তাঁর বৃত্তি কেড়ে নেয় কর্তৃপক্ষ। বৈদেশিক বিনিময় কর্মসূচিতে অংশ নিতেও বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, জরিমানাও দিতে হয়েছে তাঁকে। সেদিনও প্রধানমন্ত্রী পদে ছিলেন নরেন্দ্র মোদি, আর শাসকদলের প্রভাবশালী সাংসদ ছিলেন আজকের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। আজ নিশ্চয়ই কৃতকর্মের জন্য অনুশোচনা করবেন তাঁরা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

39 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago