দুবাই, ৩০ নভেম্বর : চাপের মুখে নতিস্বীকার! হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পাল্টা আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে পিসিবি।
প্রথম শর্ত— ২০৩১ সাল পর্যন্ত ভারতে আয়োজিত কোনও আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান সেদেশে খেলতে যাবে না। তাদের সব ম্যাচ নিরপেক্ষ ভেনুতে দিতে হবে।
দ্বিতীয় শর্ত— আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের গ্রুপ পর্বের সব ম্যাচ দুবাইয়ে হতেই পারে। রোহিত শর্মাদের নকআউট পর্বের খেলাও যদি সেখানে হয়, তাহলেও আপত্তি নেই পিসিবির। কিন্তু ভারতের বিরুদ্ধে যে সব দল খেলবে, তাদের পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
তৃতীয় শর্ত— ভারত যদি গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়, তাহলে আগের সূচি মেনে সেমিফাইনাল ও ফাইনাল লাহোরেই হবে। দুবাইয়ে আর কোনও ম্যাচ হবে না।
আরও পড়ুন-বৃষ্টিতে পণ্ড প্রথম দিন, আজ ৫০ ওভারের ম্যাচ
এছাড়াও আইসিসির বার্ষিক আয় থেকে আরও বেশি অর্থ দাবি করেছে পাক বোর্ড। এই সব শর্ত মেনে নিলেই, হাইব্রিড মডেলে সিলমোহর দেবে পিসিবি। প্রসঙ্গত, শুক্রবার আইসিসির বৈঠকে রীতিমতো হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছিল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে। আইসিসির পক্ষ থেকে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, যদি পাক বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি না হয়, সেক্ষেত্রে পাকিস্তানকে ছাড়াই টুর্নামেন্টের আয়োজন করা হবে এবং সেটা অন্য কোনও দেশে। কারণ বাকি সব ক’টি দেশ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি হয়েছে।
পাক ক্রিকেট কর্তারা তখনই বুঝে যান, ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি করা কার্যত অসম্ভব। কারণ ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্টের আয়োজন করতে গেলে আইসিসি বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এর পরেই নিজেদের অনড় অবস্থান থেকে পিছু হটতে শুরু করে পিসিবি। তবে আইসিসিকে পাল্টা শর্ত দিয়েছে তারা। তবে এই সব শর্তও কতটা মানা হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এদিকে, দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশির উসমানির সঙ্গে বৈঠক করেছেন পিসিবি প্রধান নাকভি। অনুমান করা হচ্ছে, যেহেতু ভারতের সব ম্যাচ দুবাইয়ে হবে, তারই প্রস্তুতি নিয়ে এই বৈঠক।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…