এশিয়া কাপ (Asia Cup) ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) (Pakistan cricket board) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) (BCCI) সচিব জয় শাহকে (Jay Shah) আমন্ত্রণ পাঠিয়েছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটি মুলতানে হতে চলেছে। পাকিস্তান ও নেপাল এই ম্যাচে মুখোমুখি হবে। শাহ বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। পিসিবি জানিয়েছে, জয় শাহ ছাড়াও এসিসির অংশ যারা, সেই বোর্ড সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এমন অবস্থায় জয় শাহ জানিয়ে দেন যে তিনি এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানে যাবেন না। এখন দেখার বিষয় যে জয় শাহ পাকিস্তানের এই আনুষ্ঠানিক আমন্ত্রণের পরে তাঁর পরিকল্পনা পরিবর্তন করেন কিনা।
আরও পড়ুন-প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে আটকে ব্যক্তি, বাঁচালেন আরপিএফ
এশিয়া কাপ আয়োজন নিয়ে বিতর্ক আগেও হয়েছিল। বিসিসিআই এই নিয়ে স্পষ্ট জানিয়েছিল যে তারা এই টুর্নামেন্টে তাদের দলকে পাকিস্তানে পাঠাবে না। পাকিস্তানের থেকে এশিয়া কাপ তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। এশিয়া কাপের চারটি ম্যাচ পাকিস্তানে এবং বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। জয় শাহকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু তার পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন-লক্ষ্য আরও কর্মসংস্থান, দ্বিগুণ রফতানি বাণিজ্য, রাজ্যের শিল্পায়নে বিশ্বব্যাঙ্কের ২৫০০ কোটি
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল ২০২৩ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। এরপর ৪ঠা সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতকে। একই গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপালের দল। গ্রুপ-বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের দল। ভারতীয় দল সর্বোচ্চ ৭ বার এই শিরোপা জিতেছে। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একই সময়ে, শ্রীলঙ্কা ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান দল মাত্র দুবার এই টুর্নামেন্ট জিতেছে।