সংবাদদাতা, বর্ধমান : ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির স্লোগান তুলে পথে নামল জমিয়তে উলেমায়ে হিন্দ। শনিবার বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বিশাল শান্তিমিছিলে পা মেলান কয়েক হাজার জমিয়তে উলেমায়ে হিন্দ সমর্থক।
আরও পড়ুন-এখনই শীত নয়, ঘূর্ণিঝড় কাটতেই কমছে তাপমাত্রা
রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে এই মিছিল সংগঠিত হয়। মিছিল থেকে সিদ্দিকুল্লাহ ইজরাইলের পণ্য বয়কটের ডাক দেন। তিনি জানান, এই পণ্য বয়কটের ডাক দিয়ে ব্লক, মহকুমা এবং জেলা স্তরে রাজ্য জুড়ে আন্দোলন হবে। কোন কোন জিনিস ইজরায়েল থেকে এদেশে আসে তার তালিকা সর্বত্র টাঙিয়ে দেবেন। যার মধ্যে রয়েছে এ দেশে জনপ্রিয় একটি টুথপেস্ট ও সাবান এবং ঠাণ্ডা পানীয়ও।
আরও পড়ুন-স্ক্রাব টাইফাস বাড়ছে
সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, যাঁরা যাঁরা এই পণ্য বয়কট করবেন তাঁদের নিয়ে গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছি। এই গ্রুপ সর্বত্র জনসচেতনতা গড়ে তুলবে। একইসঙ্গে ইজারায়েলি পণ্য বয়কট আন্দোলনের ভিডিও সর্বত্র ছড়়িয়ে দেওয়ার নির্দেশও দিয়েছি। ইজরায়েলের এই আক্রমণের বিরোধিতায় এবং ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য দিল্লি গিয়ে ফিলিস্তিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের চিঠি দিয়ে জানিয়েছি, সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত। যদিও কোনও উত্তর আসেনি এখনও।