পেলে এবার অভিধানে

পেলের মুকুটে যোগ হল নতুন পালক। তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির নাম এখন থেকে ঠাঁই পেল পর্তুগিজ অভিধানে।

Must read

সাও পাওলো : পেলের মুকুটে যোগ হল নতুন পালক। তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির নাম এখন থেকে ঠাঁই পেল পর্তুগিজ অভিধানে। সেখানে পেলে শব্দের অর্থ হিসেবে লেখা রয়েছে ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়। পেলের নাম ডিকশনারিতে অন্তর্ভুক্ত করার জন্য তাঁর মৃত্যুর পর থেকেই দাবি উঠেছিল। ২৫ হাজারেরও বেশি মানুষ এই আবেদনে সই করেছিলেন।

আরও পড়ুন-বিদেশিহীন কলকাতা লিগ, সমস্যায় আইএফএ

৮২ বছর বয়সে প্রয়াত হন পেলে। ডিকশনারিতে পেলে নামের পাশে মুখবন্ধতে লেখা হয়েছে, ‘‘এমন একজন, যিনি অসাধারণ। নিজের গুণের জন্য বাকিদের ধরাছোঁয়ার বাইরে। কারও সঙ্গে যাঁর তুলনা হয় না। তাই এডসন আরান্তেজ ডো নাসিমেন্টো, যিনি পেলে নামে গোটা বিশ্বজুড়ে পরিচিত। সর্বকালের সেরা ক্রীড়াবিদ। পেলে নামের অর্থ ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়।

Latest article