দিয়েগোর সঙ্গে বন্ধুত্ব স্মরণ করলেন পেলে

Must read

সাও পাওলো: শনিবার ছিল আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার জন্মদিন। প্রয়াত ফুটবল রাজপুত্রের ৬১তম জন্মদিনে তাকে স্মরণ করেছেন ফুটবল সম্রাট পেলে। তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘ঈশ্বর এক জিনিয়াসকে পাঠিয়েছিলেন। গোটা বিশ্ব তাঁকে ভালবাসা দিয়েছে। আজ দিয়েগোর জন্মদিন। চিরকাল এই দিনটা স্পেশাল। যে ফুটবল ভালবাসবে সে এই দিনে দিয়েগোকে স্মরণ করবে। একটা ফুটবল নিয়ে দিয়েগো কী করেছে তা সবাই দেখেছে।’ বন্ধু মারাদোনার স্মৃতিতে এখনও আচ্ছন্ন পেলে।

আরও পড়ুন-ম্যাচের মধ্যেই অসুস্থ, হাসপাতালে ভর্তি আগুয়েরো

ফুটবল সম্রাট সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার কাছে দিয়েগো একটা ব্যাপ্তি। ব্যক্তিগতভাবে ও আমার ভাল বন্ধু ছিল। বিভিন্ন সময় ওর সঙ্গে বন্ধুত্বের সুযোগ পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি, সুন্দর ভালবাসার সম্পর্ক ছিল আমাদের মধ্যে। এই স্মৃতিগুলি সত্যিই অমলিন। ঈশ্বরের উপহার।’
একটা সময় পেলে ও মারাদোনাকে নিয়ে বিস্তর চর্চা হয়েছে। ফুটবল ইতিহাসে কে সেরা? পেলে নাকি মারাদোনা! বিতর্ক থামাতে ২০০০ সালে ফিফা ঘোষণা করে দেয়, যুগ্মভাবে বিংশ শতাব্দীর সেরা ফুটবলার দুই কিংবদন্তি। আবার বিতর্কেও জড়িয়েছেন পেলে-মারাদোনা। গত বছর নভেম্বরের ২৫ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফুটবল রাজপুত্র। মারাদোনার মৃত্যু নিয়ে এখনও রহস্য অব্যাহত।
আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে আঘাত পেয়েছিলেন পেলে। বন্ধু হারানোর শোক ভুলতে কষ্ট হয়েছিল ফুটবল সম্রাটের। তাই যেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মারাদোনা-ভক্তদের জন্য পেলের বার্তা, ফুটবলপ্রেমীরা যে যেখানেই থাকুন, চিরকাল ঈশ্বরের বরপুত্র দিয়েগো মারাদোনাকে স্মরণ করুন তাঁর জন্মদিনে।

Latest article