পেনাল্টি-বিতর্কে বিদ্ধ ইপিএল

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে তিন বড় দলই রেফারির বদন্যতায় জয় পেয়েছে। এই বিতর্কে উত্তাল ইংল্যান্ড ফুটবল মহল।

Must read

লিভারপুল, ১২ ডিসেম্বর : শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে তিন বড় দলই রেফারির বদন্যতায় জয় পেয়েছে। এই বিতর্কে উত্তাল ইংল্যান্ড ফুটবল মহল। ম্যাঞ্চেস্টার শহরের দুই ক্লাব (সিটি ও ইউনাইটেড) এবং লিভারপুল— তিন দলই প্রতিপক্ষকে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া গোলে। রোনাল্ডোর আদায় করা পেনাল্টি নিয়ে তুলনামূলকভাবে কম সমালোচনা হলেও, ম্যান সিটির রহিম স্টার্লিং এবং লিভারপুলের মহম্মদ সালাহর পেনাল্টি নিয়ে সোচ্চার হয়েছেন প্রতিপক্ষ দলের কোচেরা।

আরও পড়ুন-হাবাসের চোখ বেঙ্গালুরু ম্যাচে

ম্যান সিটির প্রতিপক্ষ উলভসের কোচ ব্রুনো লাগে কোনও রাখঢাক না করেই বলেছেন, ‘‘আমাদের জোর করে হারিয়ে দেওয়া হল। ওটা কখনও পেনাল্টি ছিল না।’’ অন্যদিকে, প্রথমবার কোচ হিসেবে অ্যানফিল্ডে পা রাখার মুহূর্তটা মধুর হল না স্টিফেন জেরার্ডেরও। লিভারপুলের ঘরের ছেলে জেরার্ড এখন অ্যাস্টন ভিলার কোচ। তবে শনিবার রাতে লিভারপুলের কাছে ০-১ গোলে হারের পর পেনাল্টি নিয়ে সোচ্চার হয়েছেন জেরার্ডও।

আরও পড়ুন-ফের ড্র, জয় অধরাই থাকল লাল-হলুদের

অ্যাস্টন ভিলার ডিফেন্ডার টাইরন মিংস নিজেদের বক্সের ভিতরে ফাউল করেছিলেন সালাহকে। যদিও জেরার্ডের দাবি, ‘‘টিভি রিপ্লে ভাল করে দেখলেই বোঝা যাবে, সালাহ কিন্তু আগে টাইরনকে ফাউল করেছিল। বরং আমাদের একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে।’’ সব মিলিয়ে পেনাল্টি বিতর্কে অগ্নিগর্ভ ইপিএল।

Latest article