আলিপুর চিড়িয়াখানাকে (Alipore Zoo) আকর্ষনীয় করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। খুব শীঘ্রই চিড়িয়াখানায় আসছে আফ্রিকার সিংহ এবং আলস্কার পেঙ্গুইন। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পেঙ্গুইন এবং সিংহ নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।
আরও পড়ুন- এথিক্স কমিটির বৈঠকে ব্যক্তিগত প্রশ্ন, ওয়াকআউট মহুয়া-সহ বিরোধীদের
২০১৯ সালে কলকাতার চিড়িয়াখানাকে (Alipore Zoo) আকর্ষনীয় করে তুলতে আনা হয়েছিল হলুদ অ্যানাকোন্ডা। প্রথমদিকের কয়েকটি অ্যানাকোন্ডা মারা গেলেও এখনও নতুন এনক্লোজারে ১৬ টি সাপ দর্শকদের মনোরঞ্জন করছে। ২০২১ সালে কথা ছিল শ্রীলঙ্কা থেকে আনা হবে সবুজ অ্যানাকোন্ডাও। কিন্তু শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় সেই সময় তা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই তা আসতে চলেছে সিংহ এবং পেঙ্গুইন। যদিও বড়দিন আর নতুন বছরের ছুটির আগে সেগুলি এসে পৌঁছাবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে যদি তা সম্ভব হয় তবে শীতে চিড়িয়াখানা নিয়ে মানুষের উৎসাহ আরও কয়েকগুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখেনা।