দ্রাবিড় কোচ হওয়ায় অবাক পন্টিং

Must read

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : রবি শাস্ত্রীর পর টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারতীয় অধিনায়কের যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন না তুললেও, দ্রাবিড়ের এই সিদ্ধান্তে কিছুটা হলেও বিস্মিত হয়েছেন রিকি পন্টিং। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে পন্টিংয়ের মন্তব্য, ‘‘সত্যি কথা বলতে কী, দ্রাবিড় ভারতের কোচ হতে রাজি হওয়ায় আমি অবাক হয়েছি।’’

কেন তিনি এমনটা বলছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে পন্টিং বলেন, ‘‘আমি শুনেছিলাম যে, দ্রাবিড় অনূর্ধ্ব ১৯ দল নিয়েই খুশি। ওর পরিবার সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে শুনেছি ওর দু’টি ছেলে আছে, যারা নেহাতই বাচ্চা। তাই ওর এই সিদ্ধান্ত জানার পর অবাক হয়েছিলাম। তবে একটা কথা স্বীকার করতেই হচ্ছে, দ্রাবিড় কোচ হওয়ায় ভারতীয় ক্রিকেট উপকৃত হবে।’’

আরও পড়ুন : ধোনির শহরে ফিরছে ক্রিকেট , ম্যাচে মজে সূর্য রোহিত

এই সাক্ষাৎকারে পন্টিং আরও জানিয়েছেন, তাঁর কাছেও ভারতের কোচ হওয়ার প্রস্তাব এসেছিল। এই প্রসঙ্গে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কের বক্তব্য, ‘‘আইপিএল চলাকালীন এই প্রস্তাব আমার কাছেও এসেছিল। আমি নাম করছি না, তবে কয়েকজন ব্যক্তি আমাকে কোচ করার জন্য খুবই আগ্রহী ছিলেন। কিন্তু আমি ওদের স্পষ্ট জানিয়ে দিই, পরিবারকে ছেড়ে এতটা সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তা ছাড়া ভারতের কোচ হলে আইপিএলে কোচিং করাতে পারব না। এটাও আমার মাথায় ছিল। সম্ভবত আমি না করে দেওয়ার পরেই ওরা দ্রাবিড়কে কোচ করার জন্য ঝাঁপিয়েছিল।’’
এই সাক্ষাৎকারে তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ-র উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পন্টিং। তিনি বলেন, ‘‘পৃথ্বী অসম্ভব প্রতিভাবান। শর্টপিচ বল যে কোনও ভারতীয় ব্যাটসম্যানের থেকে ভালভাবে সামলাতে পারে। কিন্তু গত অস্ট্রেলিয়া সফরের সময় ও পুরোপুরি তৈরি ছিল না।’’ পন্টিং এদিন জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁর চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি নিশ্চিত, আগামী বছরের আইপিএলে দিল্লির ডাগআউটে তাঁকেই দেখা যাবে বলে।’’

Latest article